ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ট্রিপল সেঞ্চুরি হলো না লিটন দাসের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

বেশ কাছে চলে গিয়েছিলেন। আরেকটু হলে ট্রিপল সেঞ্চুরিটা হয়েই যেতো লিটন দাসের। হলো না। ২৭৪ রানে এসে আটকে গেলেন ইস্ট জোনের ডানহাতি এই ব্যাটসম্যান।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে লিটন সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন আগের দিনই। ১৩৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমেছিলেন। সেখান থেকে ডাবল, ডাবল থেকে তারপর ট্রিপলের দিকে ছুটছিলেন লিটন।

রয়ে সয়ে নয়। লিটন খেলেছেন একেবারে নিজের মতোই, ওয়ানডে স্টাইলে। শেষ পর্যন্ত তার চোখ ধাঁধানো ইনিংসটা থেমেছে ইলিয়াস সানীর বলে এলবিডব্লিউ হয়ে। ২৯৩ বলে গড়া ২৭৪ রানের ইনিংসটি লিটন সাজিয়েছিলেন ৩৫টি বাউন্ডারি আর ২টি ছক্কায়। এটিই তার ক্যারিয়ারসেরা ইনিংস। এর আগে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসটি ছিল ২১৯ রানের।

বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও আছে। দেশের ইতিহাসের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান রকিবুল ইসলাম (৩১৩ রান)। কদিন আগে নাসির হোসেনও চলে গিয়েছিলেন ট্রিপলের খুব কাছে। ২৯৫ রান করে আউট হয়ে গিয়েছিলেন তিনি।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন