ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২০২৪ ইউরো কাপের আয়োজক হতে চায় জার্মানি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:০০ এএম, ২৫ এপ্রিল ২০১৮

২০০৬ বিশ্বকাপ আয়োজন করার পর বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আয়োজক দেশ হতে পারেনি জার্মানি। এবার ২০২৪ ইউরো কাপের আয়োজক দেশ হতে আনুষ্ঠানিকভাবে বিড করলো চারবারের বিশ্বকাপ জয়ীরা। এর আগেও ১৯৮৮ সালে ইউরো কাপের আয়োজক হয়েছিল তারা। একবার আয়োজক হলেও টুর্নামেন্টের শিরোপা জিতেছে তিনবার। সর্বশেষ ২০০৮ ইউরো কাপের রানার্সআপ হয়েছিল মুলারের দেশ।

জার্মান ফুটবল ফেডারেশনের প্রধান রিচার্ড গ্রিন্ডেল জার্মানি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লামকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিডের কাগজ তুলে দেন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার হাতে। এ সময় গ্রিনডেল বলেন, ‘আমরা টুর্নামেন্ট আয়োজনের জন্য খুব সুন্দর একটি কাঠামোগত নকশা তাদের দিয়েছি যেটির মাধ্যমে এই টুর্নামেন্টের পরেও ইউরোপিয়ান ফুটবলের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউরোপের প্রাণকেন্দ্রে ২০২৪ ইউরো কাপ আয়োজন করলে ফুটবল সমর্থকরাও স্বাছন্দ্যে টুর্নামেন্টে আসতে পারবে।’

এ সময় ২০১৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লাম বলেন, ‘আমি খেলোয়াড় হিসেবে ২০০৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলেছি। ২০২৪ সালেও যদি টুর্নামেন্ট জার্মানিতে হয় তাহলে আমার জন্যেও সেটি হবে অনেক বড় পাওয়া।’

জার্মানি আনুষ্ঠানিকভাবে বিড জমা দিলেও ইউরো কাপের আয়োজক হতে তাদের লড়াই করতে হবে ইউরেশিয়ান দেশ তুরস্কের সাথে। তারাও ২০২৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার ইচ্ছে পোষণ করেছে। আগামী ২৭ সেপ্টেম্বর ডাবলিনে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে ২০২৪ ইউরো কাপের আয়োজক দেশের নাম।

আরআর/বিএ

আরও পড়ুন