রোহিতের তাণ্ডবে ২১৩ রানের বড় পুঁজি মুম্বাইয়ের
ঘরের মাঠে রোহিত শর্মা আর এভিন লুইসের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ২১৩ রানের বড় পুঁজি গড়েছে মোস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুর জিততে হলে করতে হবে ২১৪ রান।
টসে হেরে ব্যাট করতে নামা মুম্বাইয়ের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। উমেশ যাদবের প্রথম ওভারের প্রথম দুই বলে কোনো রান না তুলতেই দুই উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে দলকে দারুণভাবে টেনে তুলেছেন এভিন লুইস আর রোহিত শর্মা।
৪২ বলে ৬ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন লুইস। তবে রোহিত খেলে গেছেন একেবারে শেষ ওভার পর্যন্ত। ইনিংসের এক বল বাকি থাকতে আউট হয়েছেন ব্যাটে তাণ্ডব চালানো মুম্বাইয়ের এই ওপেনার। ৫২ বলে ১০ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৯৪ রান করে কোরি অ্যান্ডারসনের শিকার হন তিনি।
বেঙ্গালুরুর পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব আর কোরি অ্যান্ডারসন।
এমএমআর/বিএ