অস্ট্রেলিয়ায় বাকি-শাকিলদের বৈশাখী উৎসব
গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশের দুই উজ্জ্বলমুখ আব্দুল্লাহেল বাকি ও শাকিল আহমেদ। এই দুই শ্যুটারকে ঘিরেই যতো আনন্দ বাংলাদেশ কন্টিনজেন্টে। ব্রিসবেনে বসবাসকারী বাংলাদেশিদের আগ্রহও রৌপ্যজয়ী এ দুই শ্যুটারকে ঘিরে। তাই তো বাংলা নববর্ষের প্রথম দিনে পুরো শুটিং দলকে আমন্ত্রণ করে নিয়ে গেছে ব্রিসবেনের বাঙালিরা।
ব্রিসবেন থেকে শ্যুটার শাকিল আহমেদ অনুষ্ঠান চলাকালীন জাগো নিউজকে বলেছেন, ‘আমরা এখানে অনকে আনন্দ করছি। পান্তা-ইলিশ খেয়েছি, র্যালি করেছি। আমরা সব শ্যুটারই ছিলাম। এখানকার বাঙালিরা আমাদের নিয়ে অনেক আনন্দ করেছে।’
রোববার শেষ হচ্ছে কমনওয়েলথ গেমস। বাংলাদেশ এই গেমসে ৬ ডিসিপ্লিনে অংশ নিলেও শুধুমাত্র শ্যুটিংয়ের কল্যাণে পদক তালিকায় নাম উঠেছে লাল-সবুজদের। বাকি ১০ মিটার এয়ার রাইফেলে এবং শকিল ৫০ মিটার পিস্তলে রৌপ্য পদক পেয়েছেন।
আরআই/এমআর/আরআইপি