বাস-লরির সংঘর্ষে কানাডার ১৪ হকি খেলোয়াড় নিহত
বাসে করে যাচ্ছিলেন কানাডার জুনিয়র আইস হকি দলের সদস্যরা। এ সময় এক লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ১৪ জন খেলোয়াড় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কানাডার পুলিশ। বাসে থাকা খেলোয়াড়দের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।
সাসকাচেয়ান হামবল্টের আইস হকি দল 'হামবল্ট ব্রঙ্কোস'। সাসকাচেয়ানের উত্তর প্রদেশের ৩৫ নাম্বার হাইওয়ে দিয়ে যাচ্ছিল বাসটি। রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানিয়েছে, বাসে ছিলেন মোট ২৮ জন। তাদের মধ্যে ১৪ জনই নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। এর মধ্যে রয়েছেন বাসের ড্রাইভারও।
আহত বাকি ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এমন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি এক বার্তায় লিখেছেন, ‘আমি ভাবতে পারছি না, তাদের (দুর্ঘটনার শিকার খেলোয়াড়দের) বাবা-মা কেমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের সবার প্রতি সমবেদনা।’
জানা গেছে, স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জুনিয়র হকি লিগে নিপাউইন হকসের বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলতে সাসকাচেয়ান যাচ্ছিল হামবল্ট ব্রঙ্কোস।
এমএমআর/এমএস