ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারত সিরিজই শেষ সিরিজ : মিসবাহ

প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৭ জুলাই ২০১৫

টি-টোয়েন্টি- ওয়ানডের পর  এ বছরের শেষদিকে ভারতের বিপক্ষে সম্ভাব্য দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ দিয়ে সাদা জার্সির ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইঙ্গিত দিলেন পাকিস্তানের মিসবাহ-উল-হক। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের সিরিজটি আদৌ হবে কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি।

এ ব্যাপারে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসবাহ বলেন, আমি আরো কিছু টেস্ট ম্যাচ খেলতে চাই। তবে আমার একটা পরিকল্পনাও আছে। যদি ভারতের বিপক্ষে সিরিজটি হয়, আমি সিরিজটি খেলতে চাই এবং সম্ভবত আমি ওখানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব। তাই ভারত সিরিজই আমার ক্যারিয়ারের শেষ সিরিজ হতে পারে।

ক্যারিয়ারের ৫৮টি টেস্টের মাত্র পাঁচটি দেশের মাটিতে খেলেছেন মিসবাহ। অবসরের আগে ঘরের মাঠে টেস্ট খেলার খুব ইচ্ছা পাকিস্তান অধিনায়কের। ৪১ বছর বয়সি এই ব্যাটসম্যান বলেন, আমি পাকিস্তানে টেস্ট খেলার জন্য সত্যিই ব্যাকুল হয়ে আছি। ঘরের মাঠে ঘরের দর্শকদের সামনে খেলার চেয়ে বড় কিছু আর নেই। আশা করছি অবসরের আগে এই সুযোগটি পাব। পাকিস্তানে খেলার খুবই ইচ্ছা আমার।

পাকিস্তানের হয়ে ৫৮ টেস্ট খেলে ৪৮.১৯ গড়ে ৪ হাজার রান করেছেন মিসবাহ। সেঞ্চুরি রয়েছে আটটি এবং ফিফটি ২৯টি। এ ছাড়া ১৬২ ওয়ানডেতে ৫ হাজার ১২২ রান এবং ৩৯টি টি-টোয়েন্টিতে ৭৮৮ রান করেছেন এই ডানহাতি।

এমআর/এমআরআই