ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আম্পায়ারিংয়ের অনুমতি পেলেন নাদির শাহ্

প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

দশ বছরের নিষেদ্ধাজ্ঞা থেকে রেহাই পেলেন আম্পায়ার নাদির শাহ্। বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) শাহকে ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করার অনুমতি দিয়েছে।

২০১২ সালে টিভি আম্পায়ারিং করার সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠে। অভিযোগ উঠার পর ২০১৩ সালের মার্চ থেকে নিষিদ্ধ ছিলেন। দশ বছরের নিষেদ্ধাজ্ঞার মধ্যে ১৮ মাস পর ছাড়পত্র পেলেন শাহ্।

ঢাকা ফাস্ট ডিভিশন ক্রিকেট লিগের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় শাহ্ আম্পায়ারিং করেছেন। গত চার মাস যাবৎ বিসিবি অপেক্ষা করছিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর (আইসিসি) ঘোষণা জন্য। তাকে নিষিদ্ধ করার জন্য কোন ঘোষণা আইসিসি থেকে আসেনি।

শাহ্ এর নিষেদ্ধাজ্ঞা নিয়ে আইসিসির মুখপাত্র বলেন,‘নাদির শাহ্ দশ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিসিবির নিয়ম অনুযায়ী। এখানে আইসিসি বা আকসুর কোন পদক্ষেপ ছিল না। তার বিরুদ্ধে নিষেদ্ধাজ্ঞ রাখা না রাখা একান্ত বিসিবির ব্যাপার।’

বিসিবির আম্পায়ার কমিটির সেক্রেটারি সাইলাব হোসেন টুটুল বলেন,‘তাকে (শাহ্) নিয়ে আইসিরি কোন ধরা-বাধা নিয়ম নেই। আমরাই তাকে নিষিদ্ধ করেছি এবং আমরাই তার বিরুদ্ধে অভিযোগ উঠিয়ে নিয়েছি।’