সাউথ এশিয়ান ক্লাব টিটি শনিবার চট্টগ্রামে শুরু
প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়ন শুরু হচ্ছে শনিবার। সাউথ এশিয়ান টেবিল টেনিস ফেডারেশনের নতুন এ উদ্যোগের প্রথম আয়োজক বাংলাদেশ। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে হবে অ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল সাউথ এশিয়ান ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ নামে এ প্রতিযোগিতা।
প্রথম আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের পাললিক গ্রুপ, ভারতের বেঙ্গল ক্লাব, ভুটানের থিম্পু টিটি ক্লাব, নেপালের হুয়াই টিটি ক্লাব, মালদ্বীপের মলদোভিয়ান টিটি ক্লাব ও শ্রীলংকার সাউর্দান টিটি ক্লাব। পাকিস্তানের লিগ চ্যাম্পিয়ন করাচি জিমখানা ক্লাবের দু’জন খেলোয়াড় কমনওয়েলথ গেমসে অংশ নিতে অস্ট্রেলিয়া আছেন বলে ক্লাবটি এ টুর্নামেন্টে অংশ নিতে পারছে না।
বিদেশি ক্লাবগুলোর মধ্যে নেপালের হুয়াই টিটি ক্লাব আসছে সবার আগে বৃহস্পতিবার। পরদিন আসবেন বাকি চার দেশের খেলোয়াড়রা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। মোট ম্যাচ ১৫টি।
চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামস্থ সভাকক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর বলেন, ‘দক্ষিণ এশিয়ান টিটি ফেডারেশন চেষ্টা করে আসছিল এ টুর্নামেন্টটি আয়োজনের। এবার থেকে শুরু হলো। প্রথমবার বাংলাদেশে হওয়ায় আমি খুব খুশি। ক্লাবগুলো বিদেশি খেলোয়াড়ও নিতে পারবে। আমাদের খেলোয়াড়েরা বিদেশিদের সঙ্গে অনেক ম্যাচ খেলার সুযোগ পাবে। যা তাদের জন্য হবে দারুণ অভিজ্ঞতা।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সদস্য হেলেন মোর্শেদ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা মোমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ফারজানা রহমান এবং সহকারী পৃষ্ঠপোষক ডাইসিনের এইচআরের জিএম তানভির হোসেন।
আরআই/এমএমআর/জেআইএম