হাতি-ঘোড়া নিয়ে হকিতে উৎসবমুখর দলবদল মেরিনার্সের
প্রিমিয়ার হকির দলবদলের ষষ্ঠ দিনে হাতি-ঘোড়া নিয়ে খেলোয়াড় রেজিষ্ট্রেশন করালো মেরিনার ইয়াংস ক্লাব। রোববারের বিকেলটা মওলানা ভাসানী স্টেডিয়াম উৎসবমুখর করে তুলেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। ২টি হাতি ও ১০টি ঘোড়ার গাড়িতে করে খেলোয়াড়দের ক্লাব থেকে ভাসানী স্টেডিয়ামে নিয়ে আসেন মেরিনার্সের কর্মকর্তারা। সঙ্গে বাদ্যবাদক দল।
মেরিনার্স এবারও দল গড়েছে চ্যাম্পিয়ন হওয়ার মতো। জাতীয় দলের ৮ খেলোয়াড়ই আরামবাগের এ ক্লাবটিতে। তারা ১৭ জন খেলোয়াড় নিবন্ধন করিয়েছে। মামুনুর রহমান চয়ন, পুস্কর খিসা মিমো, হাসান যুবায়ের নিলয়, অসীম গোপ, মাইনুল ইসলাম কৌশিক, ফরহাদ আহমেদ সিতুল, রেজাউল করিম বাবু, নাইম উদ্দিন, বিপ্লব কুজোরা এবার খেলবেন এ ক্লাবে।
এবার চ্যাম্পিয়ন মেরিনার্সের সঙ্গে পাল্লা দিয়ে দল গড়েছে আবাহনীও। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া আকাশি-হলুদরা অবশ্য আগেই গুছিয়ে নিয়েছে ঘর। তবে রানার্সআপ উষা এখনো নীরব। হকি অঙ্গনে গুঞ্জন- পুরোনো ঢাকার এ ক্লাবটি এবার দল গড়ছে না, লিগেও অংশ নেবে না। দলবদল শেষ হবে মঙ্গলবার।
আরআই/এমএমআর/জেআইএম