ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

একদিনেই ফুটবল খেলতে নামছে ৯৬টি দেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৭ মার্চ ২০১৮

ক্লাব ফুটবলের কোনো সূচি নেই। এখন শুধুই আন্তর্জাতিক ম্যাচ। রাশিয়া বিশ্বকাপের আগে দুই রাউন্ডের আন্তর্জাতিক ম্যাচ খেলে নিচ্ছে বিশ্বের ফুটবল শক্তিগুলো। যারা বিশ্বকাপে খেলবে, তাদের জন্য যেন নিজেদের পরখ করে নেয়ার সুযোগ, তেমনি যারা বিশ্বকাপে খেলছে না, তাদের জন্যও কোনো না কোনোভাবে এটা হচ্ছে নিজেদের ঝালাই করার অন্যতম একটি মাধ্যম।

তাই বলে একদিনে এতগুলো দেশ এক সঙ্গে খেলতে নামবে মাঠে! পুরো বিশ্বই যেন হয়ে উঠেছে আজ ফুটবল মাঠ। একটি-দুটি নয়, কিংবা ১০-২০টিও নয়। আজ একদিনে ফুটবল লড়াইয়ে মাঠে নামছে মোট ৯৬টি দেশ। মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ বিশ্বব্যাপি।

এর মধ্যে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান অঞ্চলে, এশিয়া কাপ বাছাই পর্বের। মোট ২৬টি দেশ মাঠে নামছে এশিয়া কাপে খেলার লক্ষ্য নিয়ে। বাকি ৩৫টি ম্যাচ হচ্ছে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। মোট ৭০টি দেশ প্রীতি ম্যাচে খেলতে নামছে মাঠে। এরই মধ্যে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। বাংলাদেশ সময় অন্তত বিকাল ৩টা থেকে শুরু হয়েছে ম্যাচ গুলো।

ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশও। প্রায় দেড় বছর পর একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ লাওস। দেশটির রাজধানী ভিয়েনতিয়েনে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হয়েছে ম্যাচটি।

আজ ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণ দুটি ম্যাচ ঘিরে। ব্রাজিল-জার্মানি এবং আর্জেন্টিনা-স্পেন। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় বার্লিনে স্বাগতিক জার্মানির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। অন্যদিকে স্পেনের মাটিতে খেলতে নামছে মেসির আর্জেন্টিনা। যদিও এই ম্যাচে খেলতে পারছেন না মেসি। এছাড়া ইংল্যান্ড মুখোমুখি হবে ইতালির। ফ্রান্স খেলতে নামবে বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার বিপক্ষে।

এক নজরে দেখে নিন ম্যাচগুলো

এএফসি এশিয়া কাপ বাছাই পর্ব

ম্যাচ

সময়

উত্তর কোরিয়া-হংকং

বিকাল ৪টা

চাইনিজ তাইপে-সিঙ্গাপুর

বিকাল ৫.৩০টা

মায়ানমার-ম্যাকাউ

বিকাল ৫.৩০টা

ফিলিপাইন-তাজিকিস্তান

বিকাল ৫.৩০টা

আফগানিস্তান-কম্বোডিয়া

রাত ৮টা

কিরগিজস্তান-ভারত

রাত ৮টা

জর্ডান-ভিয়েতনাম

রাত ৯টা

লেবানন-মালয়েশিয়া

রাত ৯টা

ওমান-ফিলিস্তিন

রাত ৯টা

ইয়েমেন-নেপাল

রাত ৯.১৫টা

বাহরাইন-তুর্কমেনিস্তান

রাত ৯.৩০টা

মালদ্বীপ-ভুটান

রাত ১০টা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

ম্যাচ

সময়

মঙ্গোলিয়া-মরিশাস

বিকাল ৪টা

কেনিয়া-মধ্য আফ্রিকা প্রজা.

বিকাল ৫টা

লাওস-বাংলাদেশ

বিকাল ৫টা

জাপান-ইউক্রেন

বিকাল ৬.২০টা

তানজানিয়া-কঙ্গো

সন্ধ্যা ৭টা

আর্মেনিয়া-লিথুনিয়া

রাত ৯টা

জর্জিয়া-এস্তোনিয়া

রাত ৯টা

রাশিয়া-ফ্রান্স

রাত ৯.৫০টা

আজারবাইজান-মেসিডোনিয়া

রাত ১০টা

ইরান-আলজেরিয়া

রাত ১০টা

ইরাক-সিরিয়া

রাত ১০টা

কসোভো-বুরকিনা ফাসো

রাত ১১টা

সুইজারল্যান্ড-পানামা

রাত ১১টা

মন্টেনেগ্রো-তুরস্ক

রাত ১১.১০টা

ডেনমার্ক-চিলি

রাত ১২টা

গ্রিস-মিসর

রাত ১২টা

হাঙ্গেরি-স্কটল্যান্ড

রাত ১২টা

আইভরি কোস্ট-মালদোভা

রাত ১২টা

নামিবিয়া-লেসেথো

রাত ১২টা

সেনেগাল-বসনিয়া-হার্জেগোভিনা

রাত ১২টা

তিউনিশিয়া-কাস্টা রিকা

রাত ১২টা

স্লোভেনিয়া-বেলারুশ

রাত ১২.১৫টা

লুক্সেমবার্গ-অস্ট্রিয়া

রাত ১২.৩০টা

রোমানিয়া-সুইডেন

রাত ১২.৩০টা

বেলজিয়াম-সৌদি আরব

রাত ১২.৪৫টা

জার্মানি-ব্রাজিল

রাত ১২.৪৫টা

পোল্যান্ড-দক্ষিণ কোরিয়া

রাত ১২.৪৫টা

কলম্বিয়া-অস্ট্রেলিয়া

রাত ১টা

ইংল্যান্ড-ইতালি

রাত ১টা

মরক্কো-উজবেকিস্তান

রাত ১টা

নাইজেরিয়া-সার্বিয়া

রাত ১টা

স্পেন-আর্জেন্টিনা

রাত ১.৩০টা

যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে

ভোর ৫.৩০টা

আইসল্যান্ড-পেরু

ভোর ৬টা

মেক্সিকো-ক্রোয়েশিয়া

পরদিন সকাল ৮টা

আইএইচএস/এমএস

আরও পড়ুন