ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যানচেস্টারে ধরাশায়ী বার্সেলোনা

প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২৬ জুলাই ২০১৫

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে উড়ে গেছে বার্সেলোনা। প্রস্তুতিমূলক টুর্নামেন্টে মেসিহীন বার্সাকে ৩-১ গোলে হারায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।  

বার্সাকে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে জয়ের হ্যাটট্রিক করলো লুই ভ্যান গালের দল। একই সঙ্গে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল ম্যান ইউ। মজার ব্যাপার হচ্ছে দুই দলের মোট ৪০ জন খেলোয়াড় মাঠে নেমেছে। এর মাঝে ম্যান ইউ তাদের পুরো দলই পরিবর্তন করে। রেড ডেভিলসের হয়ে আগের দু’টি ম্যাচে খেলেননি ডেভিড ডি গিয়া। এদিন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামেন স্প্যানিশ গোলকিপার।

কোপায় খেলা লিওনেল মেসি ও নেইমারকে ছাড়াই দল সাজিয়েছেন বার্সা কোচ লুই এনরিকে। সুয়ারেজের পাশে পেড্রো ও রাফিনহাকে রেখে দল ৪-৩-৩ ছকে দল নামান এনরিকে। অন্যদিকে একমাত্র স্ট্রাইকার হিসেবে রুনিকে ফরোয়ার্ডে রেখে ৪-৫-১ ছকে খেলা শুরু করেন ম্যান ইউ-র ডাচ কোচ৷

আট মিনিটে অধিনায়ক রুনির হেডারে এগিয়ে যায় দল৷ দ্বিতীয়ার্ধে দল পাল্টে নতুন একাদশকে খেলান ভ্যান গাল। ৬৫ মিনিটে পরিবর্ত হিসেবে নামা লিঙ্গার্ডের গোলে লিড দিগুন করে ম্যান ইউ। ম্যাচের শেষ মিনিটে রাহিনার গোলে মানরক্ষা হয়। তবে ইনজুরি টাইমে জানুজাজের গোলে ৩ গোল হজম করতে হয় কাতালান ক্লাবকে। এদিন ডি গিয়ার অনবদ্য কিছু সেভে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বার্সা স্ট্রাইকার সুয়ারেজ।
শেষ ম্যাচে পিএসজি এর মোকাবেলা করবে রেড ডেভিলসরা। আর ফিয়োরেন্তিনায় চেলসির মুখোমুখি হবে বার্সেলোনা।

এই প্রতিযোগিতায় ম্যানচেস্টার ইউনাইটেডের এটি টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে সান হোসে আর্থকোয়েকসকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। অপরদিকে লিওনেল মেসি ও নেইমারকে ছাড়াই এই প্রতিযোগিতায় খেলতে আসা বার্সেলোনা নিজেদের প্রথম ম্যাচে এলএ গ্যালাক্সিকে হারিয়েছিল ২-১ গোলে।

আরটি/এমএস