ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজ বাতিল : জিম্বাবুয়ে যাচ্ছে না পাকিস্তান

প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৫ জুলাই ২০১৫

শঙ্কাটা ছিল আগেই। যে ত্রিদেশীয় সিরিজ নিয়ে এত মাতামাতি, শ্রীলংকার সাথে জিতলে তখন কি হবে? অথচ জিম্বাবুয়েকে সামনে রেখে এই ত্রিদেশীয় সিরিজটার ছক কষেছিল তারাই। এবার সেই শঙ্কাকে বাস্তবে রূপ দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ত্রিদেশীয় সিরিজের সাথে সাথে পুরো জিম্বাবুয়ে সফরটাই বাতিল করেছে।

তবে পিসিবি জিম্বাবুয়ে সফর স্থগিত রাখার পেছনে কোনো কারণ উল্লেখ করেনি। পিসিবির এক কর্মকর্তা ইএসপিএন ক্রিকইনফোকে জানান দুই দেশের সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় আগস্ট-সেপ্টেম্বরের পড়ে কোন সময় পাকিস্তান জিম্বাবুয়ে সফর করবে।

তবে জিম্বাবুয়ে বোর্ড এই সিরিজের স্পনসর জোগাড় করতে সমস্যায় পড়েছিল বলে উল্লেখ করেন পাকিস্তানের কিছু মিডিয়া। স্পনসর জটিলতার কারণে সফর ত্যাগ করেছে বলে দাবি তাদের।
তবে অনেকেই ধারণা করছেন, শ্রীলংকার বিপক্ষে  জিতে তাদের ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। র্যা ঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে আট নম্বরে উঠে যাওয়াতেই এমন সিদ্ধান্ত নেয় পিসিবি।

কিছু দিন আগে পাকিস্তানে সফর করে গেছে জিম্বাবুয়ে। তাই কৃতজ্ঞতাবোধ থেকে জিম্বাবুয়েতে ফিরতি সফর করা পাকিস্তানের কর্তব্য বলে জানান সে কর্মকর্তা। পড়ে সময় সুযোগ করে যাবেন বলে জানান তিনি। চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত হবার পর এমন সিদ্ধান্ত নেবার প্রশ্নে বলেন ‘আমরা কোনো সিরিজের জন্যই কোনো চুক্তি করিনি। জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, অবশ্যই ভবিষ্যতে আমরা সফরে যাব।’

আরটি/এমআর/এমআরআই