পুলিশের সামনেই বাংলাদেশি সমর্থকদের উপর লঙ্কানদের হামলা
শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। মোস্তাফিজ স্ট্রাইকে। বোলার ইসুরু উদানা টানা দুটি বাউন্সার দিলেন। আম্পায়ার প্রথমে নো বল ডাকলেও পড়ে তুলে নেন। আর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর বীরোচিত ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। জায়গা করে নেয় ফাইনালে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর গ্যালারিতে হামলার শিকার হন বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টার শোয়েব আলী বুখারি। শোয়েব দাবি করেন, মাঠে উপস্থিত দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সামনেই হামলার শিকার হয়েছেন তিনি।
হামলা নিয়ে শোয়েব বলেন, হামলার পর নিরাপত্তার জন্য দৌড়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে যাই। এ সময় আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন লঙ্কান সমর্থকরা। পুলিশ সদস্যরা দেখেও কিছুই বলেনি। প্রশাসনের সামনে এভাবে হামলা করল, ওরা চেয়ে চেয়ে দেখল। তবে বাংলাদেশ ম্যাচ জিতেছে এটাই আমার কাছে বেশি।’
এসময় শোয়েবের পাশ থেকে বাংলাদেশের আরেক সমর্থকও জানান, পুলিশের সামনে তাকেও মেরেছে লঙ্কান সমর্থকরা।
বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ শোয়েব। বাঘের সাজে গ্যালারিতে দেখা যায় তাকে। ক্রিকেটের প্রতি ভালোবাসা ও উন্মাদনার কারণে দেশে-বিদেশে পরিচিত মুখ তিনি। নিদাহাস ট্রফিতে বাংলাদেশকে সমর্থন যোগাতে শ্রীলঙ্কায় পাড়ি জামান এই সমর্থক।
এমআর/এমএস