ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাতে মাঠে নামছে বার্সা-ম্যানইউ

প্রকাশিত: ০৭:২৫ এএম, ২৫ জুলাই ২০১৫

নতুন মৌসুম শুরুর আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে বড় ক্লাবগুলো। সেই ধারাবাহিকতায় নিজেরদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে এনরিকের বার্সেলোনা। ক্যালিফোর্নিয়ার লেভি’স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে বার্সার স্মৃতিতে হয়তো ভেসে উঠবে ২০০৯ ও ২০১১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের কথা। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ওই দুটি ফাইনালেই ম্যানইউকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বার্সা।

এরপর দুটি প্রীতি ম্যাচের একটিতে বার্সাকে হারায় ম্যানইউ, অপরটি জেতে বার্সা। ২০১২ সালে দুই দলের শেষ দেখায় বার্সার কাছে টাইব্রেকারে হারে ম্যানইউ। অর্থাৎ, তিন বছর পর আজ আবার মুখোমুখি হচ্ছে দুই দল।

অবশ্য প্রাক-মৌসুমে অবশ্য এখনো দলের সঙ্গে যোগ দেননি বার্সার আক্রমণভাগের দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার। তবে দলের সঙ্গে রয়েছেন আরেক তারকা লুইস সুয়ারেজ।

অপরদিকে গত মৌসুমে সেরা চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা ম্যানইউ প্রাক-মৌসুম প্রস্তুতিতে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে। প্রথম ম্যাচে আমেরিকাকে ১-০, দ্বিতীয় ম্যাচে সান জস আর্থকোয়াককে ৩-১ গোলে হারায় ‘রেড ডেভিল’রা। লুই ফন গালের দলের সামনে আজ টানা তৃতীয় জয়ের হাতছানি। আর বার্সার দ্বিতীয়। শেষ পর্যন্ত কোন দল জয় পায়, সেটাই এখন দেখার অপেক্ষা।

এমআর/এমএস