নতুন অভিজ্ঞতার খোঁজে পিরলো
মেজর লিগে নতুন অভিজ্ঞতার জন্য তৈরি ইতালির মধ্যমাঠের প্রাণ ভোমরা আন্দ্রে পিরলো। গত ৬ জুলাই পুরনো ক্লাব জুভেন্টাস ছেড়ে যোগ দিয়েছেন নিউ ওয়ার্ক সিটিতে। একই ক্লাবে তার সঙ্গে রয়েছেন ফ্রাংক ল্যামপার্ড, ডেভিড ভিয়ার মত তারকারা।
৩৬ বছর বয়সী এই তারকা প্রথমবার মিডিয়ার সামনে এসে নতুন জার্সি উম্মচন করেন। একই দিনে ডাউনটাউন ক্লাবের ক্ষুদে ফুটবলারদের সাথে সময় কাটান সাবেক জুভেন্টাস তারকা।
দুটি চ্যাম্পিয়নস লিগ, ছয়টি লিগ শিরোপা সহ ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছেন পিরলো। এরমধ্যে গত চার মৌসুমে টানা লিগ শিরোপা জয় ৷ তবে সঠিক সময়ে জুভেন্তাস ছেড়েছেন বলে মনে করছেন ইতালির তারকা ফুটবলার।
‘ম্যাচ হারের পরে আমার খুব কষ্ট হতো। আমার মনে খুব প্রভাব ফেলত। কিছু ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ওই ম্যাচগুলো আমার পক্ষে আর খেলা সম্ভব নয়। তাই চারটে খেতাব জেতার পরে ক্লাব ছাড়ার সঠিক সময় বলে মনে করছি।’
কেন ক্লাব ছাড়লেন এই প্রশ্নে বলেন, ‘কয়েক মাস ধরেই ভাবছিলাম ক্লাব ছাড়ব। তাই মেজর লিগ সকারে খেলার সিদ্ধান্ত নিয়েছি। নিজস্ব কারণেই খেলার সিদ্ধান্ত নিয়েছি মেজর লিগ সকারে খেলার।’
আরটি/এমআর/এমএস