ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে ধোনি

প্রকাশিত: ০৭:৫১ এএম, ২৪ জুলাই ২০১৫

বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলেটদের তালিকায় অনেক আগে থেকেই ছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেলিব্রিটি হিসাবেও বেশ জনপ্রিয় এই ভারতীয় তারকা।  এবার তার নাম যুক্ত হল মার্কেটিংয়ের বাজারের সেরা তালিকায়। তাও আবার ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার, মারিয়া শারাপোভাদের পিছনে ফেলে।

লন্ডনের মার্কেটিং স্কুল থেকে প্রকাশিত বিপণনকারী ক্রীড়াবিদদের তালিকায় ধোনির অবস্থান নবম। কোনও অ্যাথলেটদের ব্র্যান্ড ভ্যালু, মোট উপার্জনের মধ্যে  স্পনসরদের থেকে প্রাপ্ত অর্থের গড় ও প্রচার মাধ্যমের সামনে উপস্থিতির এইসব কিছুর উপর ভিত্তি করে এই র‌্যাংঙ্কিং নির্ধারিত হয়।

আইপিএল দুর্নীতি কাণ্ডে ধোনির দল চেন্নাই সুপার কিংসকে দু’বছরের জন্য নির্বাসিত করা হলেও তার কোনও কোনো পড়েনি। বিপণন মূল্য দিন দিন বেড়েই চলেছে ভারতীয় তারকার৷ তবে তালিকার শীর্ষে রয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার৷ দ্বিতীয় স্থানে আছেন গলফার টাইগার উডস। সিআর সেভেন ও এলএম টেন রয়েছেন যথাক্রমে ১০ ও ১৩ নম্বরে।

সেরা ২০ তালিকাঃ
১. রজার ফেদেরার (টেনিস)
২. টাইগার উডস (গলফ)
৩. ফিল মাইকেলসন (গলফ)
৪. লি ব্রোন জেমস (বাস্কেটবল)
৫. কেভিন ডুরান্ট (বাস্কেটবল)
৬. রোরি ম্যাকলরয় (গলফ)
৭. নোভাক জকভিচ (টেনিস)
৮. রাফায়েল নাদাল (টেনিস)
৯. মহেন্দ্র সিং ধোনি (ক্রিকেট)
১০. ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল)
১১. কোব ব্রায়ান্ট (বাস্কেটবল)
১২. মারিয়া শারাপোভা (টেনিস)
১৩. লিওনেল মেসি (ফুটবল)
১৪. উইসান বোল্ট (অ্যাথলেটিক্স)
১৫. নেইমার (ফুটবল)
১৬. এন্ডি মারে (টেনিস)
১৭. কেই নিশিকোরি (টেনিস)
১৮. ড্যারিক রোজ (বাস্কেটবল)
১৯. ফ্লয়েড ময়েদার (বক্সিং)
২০. সেরেনা উইলিয়ামস (টেনিস)

আরটি/এমআর/এমএস