ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিয়ালের কাছে হার দুঃখজনক : খেলাইফি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৭ মার্চ ২০১৮

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিজেদের করে নিতে চলতি মৌসুমে মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করেছে পিএসজি কর্তৃপক্ষ। দলে নাম লিখিয়েছিলেন নেইমার, এমবাপেদের মত তারকাদের। তবে এরপরও দুই লেগ মিলে ৫-২ গোল ব্যবধানে রিয়ালের কাছে হেরে বিদায় নেয় পিএসজি। আর এ হারকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি।

ম্যাচ শেষে পিএসজি মালিক জানান, ‘রিয়ালের কাছে হেরে বিদায়টা শুধু প্যারিসের জন্য নয়, ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের জন্যও হতাশার।’

বিদায়টা হতাশার হলেও সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে খেলাইফি বলেন, ‘আমাদেরকে শান্ত থাকতে হবে এবং কীভাবে দলের উন্নতি সম্ভব সে সম্পর্কে চিন্তা করতে হবে। আসলে চ্যাম্পিয়নস লিগ জেতা একটি ধীর প্রক্রিয়া, আপনি দ্রুত এটা করতে পারবেন না। তবে আমরা সঠিক পথেই আছি।’

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থেকে ছিটকে যাবার পর কোচ উনাই এমেরির ভবিষ্যত নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কোন উত্তর দেননি খেলাইফি। তবে বলেন, ‘পরিবর্তন নিয়ে কথার বলার ভালো সময় আজ না। আমাদের খেলোয়াড়দের ওপর আস্থা আছে। আমরা এক সঙ্গেই কাজ চালিয়ে যাব।’

এমআর/পিআর

আরও পড়ুন