এবার ম্যাচ ফিক্সিংয়ে আফগানিস্তান!
টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাছাইপর্বে আফগানিস্তান ফিক্সিং করেছে বলে অভিযোগ উঠেছে। আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট ‘আকসু’ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, মঙ্গলবার বাছাইপর্বের প্রথম প্লে-অফ ম্যাচে ডাবলিনে মুখোমুখি হয় আফগানিস্তান ও হংকং। ম্যাচের শেষ বলে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাণিজ্যিক দেশ হংকং। সেই ম্যাচে ‘আকসু’ অস্বাভাবিক ব্যাটিং লক্ষ্য করেছে। আর যেই কারণে ম্যাচটি নিয়ে তদন্ত শুরু করেছে আইসিসি। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে জয় দিয়ে টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে হংকং।
জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে শেষ বলে ৫ উইকেট হাতে রেখে কাঙ্খিত জয়ের বন্দরে পৌঁছে যায় বাণিজ্যিক দেশ হংকং। বাবর হায়াতের ৯ বলে ২০ রানের ‘বীরত্বপূর্ণ’ ব্যাটিংয়ের সুবাদে রোমাঞ্চক জয় পায় হংকং। মোহাম্মদ নবী শেষ ওভারে ১৬ রান দেন, যাতে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়।
প্রথম প্লে-অফে হংকংয়ের বিপক্ষে হেরে গেলেও টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান। দ্বিতীয় প্লে-অফে পাপুয়া নিউগিনিকে হারিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের টিকেট পায় আফগানিস্তান।
এএইচ/এমএস