ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নতুন বিতর্কে মেসি

প্রকাশিত: ১১:০৪ এএম, ২২ জুলাই ২০১৫

গ্যাবন স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে গ্যাবনের কলঙ্কিত প্রেসিডেন্ট আলি বঙ্গোর কাছ থেকে প্রায় আড়াই মিলিয়ন ইউরো পারিশ্রমিক নিয়ে নতুন এক বিতর্কে জড়ালেন আর্জেন্টিনা ও বার্সা তারকা লিওনেল মেসি। যদিও গ্যাবন প্রেসিডেন্টের পক্ষ থেকে মেসিকে পারিশ্রমিক দেয়ার বিষয়টি অস্বীকার করা হয়।

ফুটবলে মেসির যত না রেকর্ড, রাজনীতিতে বঙ্গোর বিরুদ্ধে ততধিক অভিযোগ। ফরাসি পুলিশের মোস্ট ওয়ান্টেড  তালিকায় উপরের দিকে আছেন তিনি। বঙ্গোর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একবার নাকি ১৩০ মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার করেন যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা। গ্যাবনের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি করার অভিযোগও আছে বঙ্গোর বিরুদ্ধে।
আলি বঙ্গোর ব্যক্তির আমন্ত্রণে গ্যাবনে পা রাখার পর থেকে বহু ফরাসি দৈনিক মেসির কড়া সমালোচনা করেছে। অনেক দৈনিকের অভিযোগ, সব জেনেশুনেও অর্থের তাগিদে এক দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে সম্পর্ক রেখে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা। আবার অনেকে দাবি করছেন, বঙ্গোর সব খবরাখবর নিয়ে তার পর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল মেসির।

এই সুযোগে রোনাল্ডো-ভক্তরাও মেসিকে একহাত নিয়ে রাখলেন। ক্লাবের সঙ্গে যুক্তরাষ্ট্রে না গিয়ে কেন তিনি গ্যাবন চলে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলে।

এমআর/আরআইপি