ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুস্তাফিজের পর জুবায়েরের আঘাত

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২১ জুলাই ২০১৫

অভিষেকে মুস্তাফিজের বোলিং তোপের পর এবার জুবায়েরের ঘূর্ণিতে পড়েছে প্রোটিয়া শিবির। জুবায়েরের করা ৭১তম ওভারে বল কানায় লেগে স্লিপে সাকিব আল হাসানের হাতে ধরা পড়েন ফিলান্ডার।

এর আগে মুস্তাফিজের আঘাতে দ্বিতীয় সেশনের পর তৃতীয় সেশনটাও নিজেদের করে নিচ্ছে টাইগার শিবির। অভিষেক ম্যাচেই আমলা-ডুমিনিদের মত ব্যাটসম্যানদের ফিরিয়ে ওয়ানডের মত টেস্টেও নিজের জাত চিনিয়েছেন টাইগার এই বোলার। তৃতীয় সেশনের শুরুতে বল করতে এসে প্রোটিয়াদের স্কোর বোর্ড ১৭৩/৩ থেকে ১৭৩/৬ এ নিয়ে যান মুস্তাফিজ। ৬০তম ওভারের প্রথম দুই বলেই ফেরান আমলা এবং ডুমিনিকে। আমলা উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়েন এবং ডুমিনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুস্তাফিজ। হ্যাট্রিকের সুযোগ পাওয়া মুস্তাফিজের পর বল কোন মতে ফেরান ডি কক। কিন্তু পরের বলেই পরিস্কার বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৪১ রান।

এর আগে সকালের সেশনটা নিজেদের করতে  না পারলেও দ্বিতীয় সেশনে ঠিকই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ভয়ংকর হয়ে ওঠা এলগার-ডু প্লেসি জুটিকে ফেরান বাংলাদেশের স্পিনাররা।

দুর্দান্ত ফর্মে থাকা ডু প্লেসিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। তার  নিচু হয়া বলে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চাইলেও ব্যাট লাগাতে পারেননি ডু প্লেসি। তবে আউট হবার আগে ১২২ বলে ৫টি চারে ৪৮ রান করেন তিনি।

এর আগের ওভারেই বাংলাদেশের পক্ষে দ্বিতীয় আঘাত হানেন তাইজুল ইসলাম। উইকেটরক্ষন লিটন দাসের হাতে ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান ডিন এগলারকে। ১১১ বলে ৩টি চারে ৪৭ রান করেন এই ওপেনার।
 
তবে বাংলাদেশের পক্ষে প্রথম সাফল্য পান মাহমুদউল্লাহ রিয়াদ। স্টিয়ান ফন জিলকে ফিরিয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার এই অলরাউন্ডার। মাহমুদউল্লাহর বলে জিল ফ্লিক করতে গেলে দুর্দান্ত ক্যাচ লুফে নেন লিটন দাস।  ফিরে যাওয়ার আগে প্রোটিয়া এই ব্যাটসম্যান করেন ৩৪ রান। তবে স্বাগতিক বোলারদের দেখেশুনে ব্যাট করে চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনটি পুরোপুরি নিজেদের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেয় দুই উদ্বোধনী ব্যাটসম্যান। আবহাওয়া ভালো থাকায় নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় এ খেলা শুরু হয়েছে। তবে যেকোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে।

আরটি/এমআর/পিআর