মোস্তাফিজের টানা ২৩ বলে ডট কি রেকর্ড?
জিম্বাবুয়ে বোধ হয় কখনও কোনো বোলারের সামনে এতটা অসহায় পরিস্থিতিতে পড়েনি। মঙ্গলবার মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে মোস্তাফিজুর রহমানকে খেলতে রীতিমত ঘাম বেরিয়েছে গ্রায়েম ক্রেমারের দলের। টানা ৩ ওভার মেডেন করা বাংলাদেশি কাটার মাস্টার একটুর জন্য চতুর্থ ওভারটিও মেডেন নিতে পারেননি।
মোস্তাফিজের চতুর্থ ওভারেও প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। পঞ্চম বলে এসে একটি রান পান তারা। সব মিলিয়ে টানা ২৩টি বল ডট করার পর রান দেন মোস্তাফিজ। এমন কি কখনও আগে ওয়ানডেতে হয়েছে?
অনেকেই মনে করছেন, এটা বড় একটা রেকর্ড। ওয়ানডেতে টানা ৩ ওভার মেডেন করা তো চাট্টিখানি ব্যাপার নয়! তবে যারা এমন মনে করছেন, তারা অবাক হবেন পরের তথ্যটা শুনে। ৩টি নয়, আন্তর্জাতিক ওয়ানডেতে টানা ৫ ওভার মেডেন করারও রেকর্ড আছে।
২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ৫ ওভার মেডেন অর্থাৎ টানা ৩০টি বল ডট করেছিলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। তবে সেটাই ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি মেডেনের রেকর্ড কি না, নিশ্চিত হওয়া যায়নি।
এমএমআর/পিআর