ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লাকি গ্রাউন্ডেই বিশ্ব রেকর্ড টাইগারদের

প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৫ জুলাই ২০১৫

লাকি গ্রাউন্ড লাকি হয়েই থাকলো। এখানেই আরেকটি বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ। প্রোটিয়াদেরকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।

ক্রিকেট ইতিহাসে এ রেকর্ড এখন পর্যন্ত কোন ক্রিকেট টিম গড়তে পারেনি। তাও আবার দুটিতে হোয়াইট ওয়াশ। আর এই রেকর্ডের ইতিহাসের সাক্ষী হলো চট্টগ্রামের বৃষ্টিভেজা ১৮ হাজার দর্শক।

২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত সর্বমোট চারটি সিরিজ জিতেছে টাইগাররা। ২০১৪ সালে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জেতে মাশরাফিরা। এর পর ২০১৫ সালে পর পর পাকিস্তান এবং শক্তিশালী ভারতের বিরুদ্ধে দুটি সিরিজ জেতে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে বাজেভাবে হারে বাংলাদেশ। হতাশ করে ১৬ কোটি দর্শককে। তবুও সাকিব আল হাসান হাসি মুখে বলেছিলেন ভাল খেলা উপহার দেবেন। টাইগার দলনেতা মাশরাফি বলেছিলেন প্রতিটি ম্যাচই তার জন্য চ্যালেঞ্জের।

শেষ পর্যন্ত তা-ই প্রমাণ করলেন তারা। শক্তিশালী প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলার দামাল ছেলেরা। পর পর চারটি সিরিজ জিতে আরেকটি বিশ্ব রেকর্ড গড়লো টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট দলের লাকি গ্রাউন্ড হিসেবে জহুর আহমেদ স্টেডিয়াম পরিচিত। ২০০৬ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এই মাঠে এ পর্যন্ত ১৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে ৯টিতেই জয় স্বাগতিকদের। সর্বশেষ ১০ ওয়ানডের মধ্যে ৮টিতেই জিতেছে টাইগারররা।

জীবন মুছা/এসআরজে