ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অনুষ্ঠিত হচ্ছে না চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৫ জুলাই ২০১৫

ক্রিকেট বিশ্বের তথাকথিত কুলিন দেশসমূহের ঘরোয়া চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি (সিএল-টি-টোয়েন্টি) টুর্নামেন্ট আর অনুষ্ঠিত হচ্ছে না। সিএল টি-টোয়েন্টি গভর্নিং বডি বুধবার এ টুর্নামেন্ট আর না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সমন্বয়ে গঠিত সিএল টি-২০ গভর্নিং বডি সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সিএ এবং সিএসএ-কে নিয়ে ২০০৯ সাল থেকে বিসিসিআই এ টুর্নামেন্ট আয়োজন করে আসছে। মূলত মাঠে দর্শক টানতে না পারার কারণে গভর্নিং কাউন্সিল এ টুর্নামেন্ট আর অব্যাহত রাখতে চায় না।

গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বিসিসিআই একটি আইপিএল প্রিমিয়ারশিপ কাপ আয়োজনের পরিকল্পনা করছে। এ টুর্নামেন্টে আইপিএলের আট দলের সবক’টিই অংশ নেবে এবং এটা পুরোপুরিই বিসিসিআইর নিজস্ব ইভেন্ট হবে। তবে মঙ্গলবার চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে বহিস্কার করায় এ পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে।

বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুর বলেন, ‘ভারতে আইপিএল, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ এবং দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি টুর্নামেন্টসহ বিভিন্ন দেশের ঘরোয়া টি-২০ চ্যাম্পিয়নরা অংশ নেয়ায় এটি বন্ধ করার সিদ্ধান্তটা বেশ কঠিন।

‘নিজেদের মেধা প্রমাণের জন্য সমগ্র বিশ্বের খেলোয়াড়দের জন্যই এটা চমৎকার একটি মঞ্চ এবং গত ছয় বছর যাবত দলগুলো এ টুর্নামেন্টে অংশ নিয়ে অর্জিত অভিজ্ঞতা দারুণভাবে উপভোগ করে আসছে।

‘দুর্ভাগ্যক্রমে সিএল টি-২০ টুর্নামেন্টের প্রতি আমাদের আশানুরূপ সাড়া দর্শকদের কাছ থেকে পাইনি। আমাদের সকল ব্যবসায়িক পার্টনারের সঙ্গে পরামর্শ এবং চুক্তিবদ্ধ সকলের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ’

উল্লেখ্য, সেপ্টেম্বর-অক্টোবরে প্রস্তাবিত ২০১৫ আসরও অনুষ্ঠিত হচ্ছে না।

এমআর/পিআর