ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লাকী গ্রাউন্ডে সিরিজ জিততে চায় টাইগাররা

প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৪ জুলাই ২০১৫

চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশ  টিমের জন্য লাকী গ্রাউন্ড হিসেবে পরিচিতি। আর এই লাকী গ্রাউন্ডকে কাজে লাগিয়ে সিরিজ জয়ের ইতিহাস বানাতে চায় সাকিবরা।

মঙ্গলবার বেলা ২ টায় অনুশীলনে এসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দলের মধ্যে এখন টিম স্প্রিট কাজ করছে। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং তিন সেক্টরে সমান ভাগে কাজ করলে জয় কোন বিষয় না। আর সিরিজ জিততে পারলে তা দেশবাসীর জন্য ঈদ উপহার হিসাবে উৎসর্গ করবেন বলেও তিনি জানান।

তবে সিরিজ জয়ের আশা করলেও প্রোটিয়া দলেও প্রশংসা করেন সাকিব। এ নিয়ে সাকিব বলেন, প্রোটিয়ারা চট্টগ্রামের পরিবেশে খেলতে বেশ অভ্যস্ত। তাদেরও দলে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছেন। তাদের দলের ব্যাটসম্যানদের অবস্থা খুবই ভাল। আর একটা ম্যাচ হারলে তাতে দল বাজে হয়ে যায়না।

এ দিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে কে সামনে রেখে মঙ্গলবার বিকালে অনুশলন করেছে বাংলাদেশ দল।

এমআর/আরআই