মেডিকেল পরীক্ষার মুখোমুখি মেসি-নেইমাররা
নতুন মৌসুমকে সামনে রেখে সোমবার দুপুরে লুইস এনরিকের অধীনে প্রথম অনুশীলনে নেমেছিল বার্সেলোনা। অনুশীলনে ডাক পাওয়া লুইস এনরিকের শিষ্যদের প্রত্যেককেই বার্সেলোনা পরিচালিত মেডিকেল পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে।
জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ৩-১ গোলে জয়ের পরে পুরো ৩৫দিন ছুটিতে ছিল খেলোয়াড়রা। কাল অবশ্য সব খেলোয়াড় দলে যোগ দেননি। বুধবার যোগ দেবার কথা রয়েছে জেরার্ড পিকে, মার্ক বারট্রা, ইভান রাকিটিচ, সার্জি রবার্তো, পেড্রো, জোর্দি আলবা এবং এ্যালেক্সিস ভিদালের। অন্য খেলোয়াড়রা কোপা আমেরিকায় নিজ নিজ জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দিবেন।
ক্লাব সভাপতি পদে নির্বাচনের পরপরই নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাবে কাতালানরা। সেখানে তারা আগামী ২২ জুলাই লস এ্যাঞ্জেলস গ্যালাক্সি, ২৫ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেড এবং ২৯ জুলাই চেলসির বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিবে।
এমআর/আরআইপি