ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে চান মাহমুদুল্লাহ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

টেস্টে এখন আর অধিনায়ক নেই মুশফিকুর রহীম। নতুন অধিনায়ক সাকিব আল হাসান। এটা পুরাতন খবর। একই সঙ্গে বদলেছে সহ-অধিনায়কের নামও। তামিমের পরিবর্তে টেস্টে নতুন সহ-অধিনায়ক হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর আজই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

সহ-অধিনায়ক হিসেবে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েই মাহমুদউল্লাহ জানালেন, সঠিকভাবে দায়িত্ব পালন করাই সব। সে দায়িত্বটাই এখন পালন করতে চান তিনি। মাহমুদউল্লাহ বলেন, ‘অনেক ভাল লাগেছে। একটা দায়িত্ব পেয়েছি। চেষ্টা করব যেন আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি।’

এর আগেও সহ-অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। তবে এসব দায়িত্ব পাওয়া না পাওয়া নিয়ে চিন্তা করতে চান না তিনি। তার চিন্তায় শুধু একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে নিজের দায়িত্বটা পালন করা। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘আসলে আমি ছেড়ে (সহ-অধিনায়কত্ব) দিয়েছিলাম জিনিসটা ঠিক নয়। বিসিবি তখন যেটা ভাল মনে করেছে সেটাই করেছে। ওটা তাদের ব্যাপার ছিল। এখন আবার দায়িত্ব দিয়েছে। এখন চেষ্টা করবো পুরপুরিভাবে যেন দায়িত্বটা পালন করতে পারি। চেষ্টা করবো অধিনায়ককে সাহায্য করতে। আর দলে সিনিয়র হিসেবে যতটুকু দায়িত্ব তা পালন করার।’

দলকে নেতৃত্ব দেয়া সব খেলোয়াড়েরই একটি স্বপ্ন থাকে বলে মনে করেন মাহমুদউল্লাহ। এ নিয়ে তার মন্তব্য, ‘আসলে ক্যাপ্টেন্সি নিয়ে সব খেলোয়াড়েই স্বপ্ন থাকে। যে কোন দেশের প্রতিনিধিত্ব বা দলের প্রতিনিধিত্ব করা। তো আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওটার জন্য বিসিবিকে ধন্যবাদ। আমি আমার দিক থেকে চেষ্টা করব দায়িত্বটা পালন করার।’

সহ-অধিনায়কত্বের পাশাপাশি নিজের দুর্বলতাগুলো নিয়েও কাজ করতে চান সদ্য শেষ হওয়া বিপিএলে খুলনা টাইটান্সের এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমি এত কিছু নিয়ে চিন্তা করছি না। আমি চিন্তা করছি, কিভাবে ভাল করতে পারব। আমার নিজের শক্তি এবং দুর্বল জায়গা কী কী তা জানি। এসব নিয়ে যেন কাজ করতে পারি। মাইন্ডসেট করতে পারি। তাহলে মনে হচ্ছে ভাল কিছু করতে পারবো। তো এটাই আমার ইচ্ছা, যেন আমি আমার দুর্বল জায়গা নিয়ে কাজ করতে পারি। একই সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করে যেন ভাল কিছু করতে পারি। এর বেশি কোন কিছু চিন্তা করছি না।’

দলের জন্য নতুন বছরে নতুন কিছু করার ইচ্ছা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাগিদ তো সবসময় থাকে। কারণ জাতীয় দলের জার্সি গায়ে থাকলে সবসময়ে তাগিদ থাকে। ভাল পারফর্ম করা, দেশের জন্য কিছু করা, টিমকে ভাল সার্ভিস দেয়া। এটা সবসময়ে কাজ করে। যতদিন থাকব দেশের জন্য কিছু করব।’

এমএএন/আইএইচএস/পিআর

আরও পড়ুন