টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হাশিম আমলা। জুবায়েরের পরিবর্তে দলে বাংলাদেশ দলে ঢুকেছেন রুবেল হোসেন।
প্রথম ওয়ানডেতে জুবায়েরের স্পিন প্রোটিয়াদের বিপক্ষে তেমন চিড় ধরাতে পারেনি। তাই তার পরিবর্তন অনুমিতই ছিল। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ধরে রেখেছে তাদের উইনিং কম্বিনেশন। কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামছে তারা।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে সিরিজে ০-১ তে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। হারলেই সিরিজ শেষ। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওডিআই তখন পরিণত হবে নিয়মরক্ষার ম্যাচে।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
দ. আফ্রিকা একাদশ:
হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিলে রুশো, ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, জেপি ডুমিনি, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা, ক্রিস মরিস, ফারহান বেহারদিয়েন ও ইমরান তাহির।
আরটি/এমআর/এমএস