ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

খেলা শুরুর সম্ভাবনা : চলছে মাঠ পরিচর্যা

প্রকাশিত: ১০:১৬ এএম, ১০ জুলাই ২০১৫

সকাল থেকে টানা বৃষ্টির পর বেলা সাড়ে ৩টার দিকে বৃষ্টি থেমে যায়। মিরপুর শে-ই-বাংলা স্টেডিয়ামে ৩টা ৫৫ মিনিটের দিকে গ্রাউন্ডসম্যানরা উইকেট থেকে কভার সরানো শুরু করেছে। নতুন করে বৃষ্টি না হলে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডের খেলা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় ৫০ ওভারে খেলা হবে না। ডিএল ম্যাথডে কিছু ওভার কেটে খেলা হবে। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও তা হয়নি।

সকাল থেকেই স্টেডিয়ামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি কারণে মিরপুরের উইকেট ঢাকা ছিল। আগের দুই দিনও টানা বৃষ্টিতে ঢাকা ছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট।

আরটি/বিএ/পিআর