ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বৃষ্টি : শঙ্কায় প্রথম ওয়ানডে

প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১০ জুলাই ২০১৫

মিরপুর শে-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডের খেলা শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না এমনকি কোনো বল না গড়িয়ে পরিত্যক্ত হবার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও তা হয়নি। সকাল থেকেই স্টেডিয়ামে গুড়িগুড়ি বৃষ্টি কারণে মিরপুরের উইকেট ঢাকা রয়েছে।

এর আগের দুই দিনও টানা বৃষ্টিতে ঢাকা ছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট এবং আউটফিল্ডের প্রায় পুরোটাই কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে মাঠে এসেছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা দু`দলই।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বেলা ৩টায়। তবে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে।

আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, শুক্রবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩ কিমি। ২৭ ডিগ্রি সে. তাপমাত্রায় সকাল ৯টা থেকে বৃষ্টি শুরু হলেও দুপুরের দিকে কিছুটা কমে আসবে তবে কিছুক্ষণ পরপর আবার আসতে পারে।

আরটি/এসকেডি/এমএস