ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অটিস্টিক শিশুদের সাথে সাকিবের ইফতার

প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৮ জুলাই ২০১৫

বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত ক্রিকেটার সাকিব আল হাসান। দেশেতো বটেই, পৃথিবীর প্রায় সব লিগেই খেলে থাকেন তিনি। তার উপর চলছে দক্ষিণ আফ্রিকা সিরিজ।

কিন্তু শত ব্যস্ততার মাঝেও বুধবার অটিস্টিক শিশুদের আনন্দ দিতে তাদের ইফতার করালেন এবং নিজেও সে ইফতারে যোগ দিলেন সাকিব।  সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকার যমুনা ফিউচার পার্কে কসমিক জোভিয়ান-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিল্ড্রেন(সোয়াক) এর ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে ইফতার করেন সাকিব। ইফতার শেষে সোয়াকের কার্যক্রমকে গতিশীল করে তোলার লক্ষ্যে সোয়াকের চেয়ারম্যানকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সমাজের বিত্তবান ও মহানুভব ব্যক্তিদের অটিস্টিক শিশুদের কল্যানে সোয়াকের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

‘সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন’ (সোয়াক) একটি অলাভজনক এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যা কয়েকজন অটিস্টিক শিশুর অভিভাবকদের উদ্যোগ, প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের ফসল। ২০০০ সালে ‘অটিস্টিক’ শিশুদের সেবা, শিক্ষা ও প্রশিক্ষণের উদ্দেশ্যে সোয়াক গড়ে ওঠে।

কিছুদিন আগেই ঘোষণা সাকিব দিয়েছেন জার্সি  এবং ব্যাট বিক্রি করার। তবে তা নিজের জন্য নয়। সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য। তিনি জানান, শিশুদের জন্য তার হৃদয় সবসময়ই কাঁদে। আর অসহায় গরীবদের জন্য সাকিব ছুটে আসেন নিজের সামর্থের সবটুকু নিয়ে।

আরটি/এসআরজে