ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাঙ্গাকারা-জয়াবর্ধন থেকে বের হতে হবে : ম্যাথুস

প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৮ জুলাই ২০১৫

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই সিরিজেই দীর্ঘ ১ যুগেরও বেশী সময় পর মাহেলা জয়াবর্ধনে ও কুমারা সাঙ্গাকারাকে ছাড়াই মাঠে নামবে লঙ্কানরা।

এ সম্পর্কে লঙ্কান অধিনায়ক বলেন, জয়াবর্ধনে ও কুমারা সাঙ্গাকারা আমাদের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। তবে এখন আমাদের এই দুই জনের ছায়া থেকে বের হয়ে আসতে হবে। নতুন খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে তাদের অভাব পূরণ করতে হবে।

এ দিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ২-১ এ সিরিজ হারায় কিছুটা হতাশ লঙ্কান এই অধিনায়ক। তবে ওয়ানডেতে টেস্টে হারের হতাশা কাটিয়ে ঠিকই ফিরে আসবে, এমনটাই মনে করেন ম্যাথুস।

এদিকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দীর্ঘদিন পর লঙ্কান স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার সেনানায়েক ও লেগ স্পিনার প্রসন্না। আর বাদ পড়েছেন রঙ্গনা হেরাথ, থারিন্দু কুশাল, নুয়ান কুলাসেকরা ও ধাম্মিকা প্রসাদ।

এমআর/আরআই