ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অভিজ্ঞতাকে বড় করে দেখছেন মাশরাফি

প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৭ জুলাই ২০১৫

টি-টোয়েন্টিতে দলের হারের কারণে কোনো অজুহাত না দাঁড় করাতে চাইলেও অভিজ্ঞতার অভাবকে বড় কারণ বলে মনে করছেন মাশরাফি। টাইগার এই অধিনায়কের মতে নিয়মিত টি২০ না খেলার কারণে খেলার মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না তারা।

মঙ্গলবার শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ ৩১ রানে পরাজিত হয়। ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে মাশারাফি বলেন, ‘অন্যান্য দলের খেলোয়াড়দের দেশের বাইরে বিভিন্ন জায়গায় খেলার সুযোগ থাকে। আমরা সেই সুযোগ পাই না, সাকিব ছাড়া।’

টি-২০ সংস্করণের শুরু থেকে এখন পর্যন্ত ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। পক্ষান্তরে দক্ষিণ আফ্রিকা খেলেছে ৭৮টি। এই পরিসংখ্যান দেখলে ব্যবধান দ্বিগুন মনে হলেও পার্থক্যতা তার চেয়ে অনেক বেশি। কারণ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এই সংস্করণের খেলা তেমন একটা হয় না বললেই চলে।

আর প্রোটিয়াদের প্রায় সকল খেলোয়াড় খেলে থাকেন বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগে। আর যারা খেলেন না তারাও দেশে প্রচুর টি-২০ ম্যাচ খেলার সুযোগ পান। অনেকদিন পর পর খেলার কারণে এই সংস্করণের খেলার ধারাই ভুলে যান বলে উল্লেখ করেন মাশরাফি।

মুশফিককে উদাহরণ হিসেবে টেনে বলেন, ‘মুশফিক প্রায় ৪০টির মতো টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন। ওর কাছে জানতে চাইলে ও বলবে টি-২০ ম্যাচে নামা তার প্রত্যেকটা ম্যাচই নতুন মনে হয়। কারণ হচ্ছে টি-২০তে আমরা প্রচুর খেলার সুযোগ পাই না।’

অস্ট্রেলিয়া সিরিজের পর এই সংস্করণের দিকে মনোনিবেশ করবেন বলে জানান টাইগার অধিনায়ক। বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের পর এ সব নিয়ে আমরা কাজ করবো। গত বিশ্বকাপের ছয় মাস আগে থেকে আমরা প্রস্তুতি নিয়েছিলাম, ফলাফলও ভালো হয়েছে। টি-২০ বিশ্বকাপের আগেও আমরা দীর্ঘ সময় পাবো। তখন নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কাজ করলে, আমার মনে হয় আমরা বেশ উন্নতি করতে পারবো।’

তবে নিজেরা খুব দূরে আছেন বলে মনে করেন না এই টাইগার। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে কোনো একটা সাইডে ভালো খেলেছেন। নিয়মিত খেলতে পারলে এবং অনুশীলন করতে পারলে বাংলাদেশও একদিন প্রতিষ্ঠিত দলে পরিণত হবে বলে বিশ্বাস মাশরাফির। বলেন, ‘এটা করার জন্য আমাদের কিছু সময় লাগবে। আমার বিশ্বাস এই দলটাও ভালো টি-২০ টিম হতে পারে।’

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ১০ ও ১২ জুলাই ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এবং ১৫ জুলাই শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে।

আরটি/বিএ/এমআরআই