ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তবুও আশার কথা শোনালেন মাশরাফি

প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৫ জুলাই ২০১৫

প্রথম টি২০ ম্যাচে বাংলাদেশের একরকম অসহায় আত্মসমর্পণ। ১০০ রানও করতে পারেনি টাইগাররা। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ৫২ রানের হারকে বিশাল ব্যবধানের পরাজয়ই মনে করেন ক্রিকেটবোদ্ধারা। তবে দলের এমন পরাজয়ের পরও আশাবাদী অধিনায়ক মাশরাফি।  

এই ম্যাচে নিজেদের জয়ের সম্ভবনা ছিলো জানিয়ে লড়াকু এই অধিনায়ক বলেন, ‘অবশ্যই আজকে আমাদের জয়ের সুযোগ ছিল।’

এই সুযোগ হাতছাড়া হয়ে পড়ায় হতাশ নন টাইগার অধিনায়ক। দ্রুত উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ তেমন কোনো জুটি গড়তে পারেনি। প্রতিপক্ষ পারলেও নিজেরা পারেনি। পারেনি পাওয়ারপ্লের সুবিধা নিতে।

তবে এ ম্যাচের ভুলত্রুটি কাটিয়ে পরের খেলায় ভালো খেলার প্রত্যয় জানালেন তিনি। ‘আমাদের বের করতে হবে এমন পরিস্থিতিতে পড়লে কীভাবে আরো তাড়াতাড়ি বের হয়ে আশা যায়। তারাও কিন্তু এমন পরিস্থিতিতে পড়েছিল। পাওয়ার প্লেতে ওদের ৩৭ রানে ২ উইকটে ছিল। আমাদের কিন্তু তেমনই হয়েছে। ওরা কিন্তু এখান থেকে আস্তে আস্তে বের হয়ে এসে মোটামুটি একটা স্কোর দাঁড় করিয়েছে। আমরা সেটা পারতাম কিংবা পারবো ইনশা আল্লাহ।’

বেশ কিছুদিন ধরে বাংলাদেশ তিন/চারজন পেসার নিয়ে খেলে অভ্যস্ত। উইকেটও তেমনভাবে গড়া হতো। অনেকটা সময় পড়ে স্লো উইকেটে খেলে নিজেদের ছন্দপতন হয়েছে এমনটা ভাবতে নারাজ টাইগার এই দলপতি। বলেন, ‘এই ধরনের উইকেটে আমরাতো সব সময় খেলে অভ্যস্ত। আমাদের আসলে এই জিনিসগুলোতে অভ্যস্ত হতে হবে। ওদের জন্য এমন উইকেটে খেলা আরো কঠিন। ওদের দু’একজন ব্যাটসম্যান কিন্তু শেষ পর্যন্ত খেলেছে। আমরা চেষ্টা করলে ইনশা আল্লাহ আমরাও পারবো। উইকেট যেমনই হোক আমাদের মানিয়ে নিয়েই খেলতে হবে।’

এই ম্যাচের নেতিবাচক দিকগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচে ইতিবাচক খেলবেন বলে জানান এই টাইগার। ‘দলকে আমি বলবো পরবর্তী ম্যাচে আরো এনজয় করতে। অবশ্যই আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো ইনশা আল্লাহ।’

উল্লেখ্য, রোববার শের-ই বাংলা স্টেডিয়ামে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৫২ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টি২০ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আরটি/এমআর/এমআরআই