ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারো ইতিহাসে মুস্তাফিজ

প্রকাশিত: ১১:৩২ এএম, ০৫ জুলাই ২০১৫

বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজ। ওয়ানডেতে অভিষেক সিরিজেই করেছিলেন বিশ্বরেকর্ড। টি২০ অভিষেকে পেয়েছিলেন হাফিজ, আফ্রিদির মত বড় তারকাদের উইকেট। এই নিয়ে গর্ব করতেই পারেন মুস্তাফিজ। কিন্তু রোববার দক্ষিণ আফ্রিকার ম্যাচে এমন একটি রেকর্ড যার মালিক কেউ হতে চান না।

ঘটনাটি ঘটে ১৫তম ওভারের তৃতীয় বলে। ব্যাটিংয়ে ছিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মুস্তাফিজের বল অতিরিক্ত উচ্চতার কারণে আম্পায়ার নো বল ডাকেন। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী সব ধরনের নো-বলেই থাকছে ফ্রি-হিট। তাই আম্পায়ার পরের বলে ফ্রি-হিটের নির্দেশ দেন। এতেই ইতিহাসের ছোট্ট পাতায় নাম লেখা হয়ে যায় তার। ক্রিকেটের নতুন নিয়মে এটাই প্রথম ফ্রি-হিট।

তবে এই ফ্রি-হিট থেকে সুবিধা আদায় করতে পারেননি ব্যাটসম্যান রিলে রুশো। এক রান নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়।

এর আগে শুধুমাত্র ওভার স্টেপিংয়ের কারণে নো বল হলে পরের বলটি ফ্রি-হিট হত। নতুন নিয়ম অনুযায়ী উচ্চতার কারনেও নো বল হলে এখন থেকে পরবর্তী বলটি ফ্রি-হিট হবে।

আরটি/এমআর/আরআইপি