ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টপ অর্ডারদের বিদায়ে চাপে বাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৫ জুলাই ২০১৫

১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারদের বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ। প্রথম ওভারেই অ্যাবটের বলে পুল করতে গিয়ে কিপার ডি ককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল। পরের ওভারেই রাবাদারের বাউন্সারে বাউন্ডারি লাইনে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন সৌম্য সরকার।

তবে শুরুতেই দুই ওপেনারের বিদায়ের পর সাকিব-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল বাংলাদেশ। দলীয় ৫০রান করার পর ডুমিনির বলে মিলারের হাতে ক্যাচ দিয়ে মুশফিক (১৭) ফিরে গেলে মাঠে নামে সাব্বির রহমান।

কিন্তু ক্রিজে ঠিকমতো না দাঁড়াতেই কিপার ডি ককের দুর্দান্ত ক্যাচে ফিরে যান সাব্বির। এতে  চাপে পড়ে মাশরাফিবাহিনী। এরপর নাসির (১) আর সাকিব (২৬) রান করে আউট হলে বিপদে পরে টাইগার শিবির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭১ রান করে টাইগাররা।

এর আগে অধিনায়ক ডু প্লেসিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৮ রান করতে সক্ষম হয় প্রোটিয়ারা।

এমআর/আরআইপি