বিশ্বকাপ নিয়ে ভাবতে চাননা মাশরাফি
আগামীবছর ভারতে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। এই সংস্করণে বরাবরই বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল। তাই দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের সিরিজকে অনেকেই দেখছেন বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে। কিন্তু এমনটা মানতে নারাজ টাইগার দলপতি মাশরাফি মুর্তজা।
এই মুহূর্তে মাশরাফির ভাবনায় শুধুই দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ নিয়ে ভাবার এখনও সময় হয়নি বলে মনে করেন তিনি। এই নিয়ে টাইগার অধিনয়ক বলেন, সত্যি বললে এখনই না। এই দুইটা ম্যাচের জন্যে অবশ্যই না।
চলতি সিরিজের পর বাংলাদেশে আসছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এছাড়াও আলোচনা চলছে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তাই এসব সিরিজ শেষ করার পরই বিশ্বকাপ নিয়ে ভাববেন মাশরাফি। বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনো অনেক সময় আছে। এখনো যে ফরম্যাটের খেলা আছে, ওদের (দক্ষিণ আফ্রিকা) বিপক্ষে তিনটা ওয়ানডে, দুটি টেস্ট এগুলো নিয়ে চিন্তা করা। এরপর চারটা টেস্ট ম্যাচ আছে। জিম্বাবুয়ের বিপক্ষেও ম্যাচ থাকতে পারে। অস্ট্রেলিয়ার সঙ্গে আছে। বিশ্বকাপের জন্যে অস্ট্রেলিয়া সিরিজের পর ছয়-সাত মাস সময় পাবো সে সময়ে চিন্তা করা যাবে। তখন প্রচুর টি-টোয়েন্টি খেলার ও অনুশীলনের সুযোগ পাবো। বাংলাদেশের টি-টোয়েন্টি খেলার ফলাফল খুবই খারাপ। ৪৩টি টি-টোয়েন্টি খেলে জয় পেয়েছে মাত্র ১২টিতে, তার মাঝে অধিকাংশই দুর্বল দলের সাথে। বাংলাদেশ দলে তেমন কোনো টি-টোয়েন্টি স্পেশালিস্ট নেই। এই নিয়ে ভাবতে রাজি নন অধিনায়ক। সবাই টেস্ট খেলার স্বপ্ন দেখে নির্দিষ্ট ভাবে কেউ টি-টোয়েন্টি খেলতে চায়না জানিয়ে মাশরাফি বলেন, ‘কেউ কিন্তু এটা চিন্তা করতে পারবে না যে একজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট তৈরী করবে। এরকম কোনো ক্রিকেটারও চিন্তা করতে চায় না। সবাই চায় দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে। সেই জায়গা থেকে শুধু টি-টোয়েন্টির জন্যে ক্রিকেটার খোঁজা খুবই কঠিন। আমি আশা করবো এটা চিন্তা অতিরিক্ত চিন্তা না করে, স্বাভাবিক খেলা খেলি, খেলাকে এনজয় করি।
রোববার মিরপুর স্টেডিয়ামে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা
আরটি/এএইচ/আরআইপি