ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিজেদের ঝালিয়ে নিলেন রোমান-বন্যারা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৪ নভেম্বর ২০১৭

এশিয়ান চ্যাম্পিয়নশিপের আগে লম্বা প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের আরচাররা। দীর্ঘ খাটুনির উদ্দেশ্য এশিয়ার সবচেয়ে বড় এ আসরে অতীতের পারফরম্যান্স ছাড়িয়ে যাওয়া। লাল-সবুজ দেশের তীরন্দাজরা কী তা পারবেন? টুর্নামেন্টের গায়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ থাকলেও এখানে লড়াইটা হবে বাঘা-বাঘা আরচারদের। তীর-ধনুকের এ খেলায় গোটা বিশ্বই যে শাসন করেন এশিয়ান আরচাররা!

এখানে বাংলাদেশের কোনো প্রতিযোগি পদকে নাম লেখাবেন তা চিন্তারও বাইরে। অতীতে বাংলাদেশের কোনো আরচার যে সেমিফাইনালেই পা রাখতে পারেননি। বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের আরচারদের জন্য ঘরে এত বড় টুর্নামেন্টে খেলার নতুন অভিজ্ঞতা এটি। নিজেদের মাটি, বাতাস আর আবহাওয়া মিলিয়ে ঘরের ভেন্যুতে যদি অতীতের চেয়ে একটু ভালো করতে পারলে সেটা হবে বড় প্রাপ্তি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনেক খেলাই হয়েছে। এখন ফুটবল আর অ্যাথলেটিক্সের ভেন্যু হলেও এখানে ক্রিকেট, হকি, বক্সিং, কুস্তিসহ অনেক খেলাই হয়েছে। এবার দেশের প্রধান এ স্টেডিয়াম বুকে ধারণ করতে যাচ্ছে আরচারি। আরচারিতে এ স্টেডিয়ামের অভিষেক হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা দিয়েই। ৩৩ টি দেশের অংশ নেয়ার কথা আছে ২০ তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে।

প্রতিযোগিতা বঙ্গবন্ধু স্টেডিয়ামে, অনুশীলন ভাসানিতে। শুক্রবার প্রায় পুরো দিনটাই মওলানা ভাসানী স্টেডিয়াম মুখোমুরিত ছিল বিভিন্ন দেশের আরচারদের পদচারনায়। অলিম্পিকে স্বর্ণ জয়ী দক্ষিণ কোরিয়ার চ্যাং হেই জিন ছিলেন বিকেলের অনুশীলন সেশনের প্রধান আকর্ষণ। সবেমাত্র বিয়ে করেছেন, মধুচন্দ্রিমাটাও করতে পারেননি। তীর ধুনক নিয়ে ছুটে এসেছেন বাংলাদেশে। অলিম্পিকে স্বর্ণ জয়ীর কাছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ কাগজ-কলমে ছোট হলেও মাঠের লড়াইটা কিন্ত অনেক বড়। তাইতো কোরিয়ান এ নারী আরচারকে অনুশীলনে দেখা গেলো সিরিয়াস।

বাংলাদেশের আরচাররাও তাদের ঝালিয়ে নিলেন অনুশীলন করে। সকালে অনুশীলন করেছেন রোমান সানারা, বিকেলে বন্যা আক্তাররা। সবারই একটা লক্ষ্য যতটা ভালো করা যায়। ঘরের মাঠে টুর্নামেন্ট। সবার নজর থাকবে এদিকে। তাই দেশের মানুষ যাতে হতাশ না হন সে জন্য নিজেদের সেরা দিতে প্রস্তুত সবাই।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হবে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। তবে এ দিনে কোনো প্রতিযোগিতা হবে না। প্রথম দিন প্রত্যেক দল অফিসিয়াল প্রাকটিশ করবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। শ্রেষ্ঠত্বের লড়াইটা শুরুর হবে রোববার সকাল থেকে।

আরআই/আইএইচএস

আরও পড়ুন