ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইতিহাস নিয়ে ভাবছেন না হাতুরেসিংহে

প্রকাশিত: ১২:০২ পিএম, ০৩ জুলাই ২০১৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রত্যেকটি সিরিজে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে একটিমাত্র জয় ওয়ানডেতে ২০০৭ সালের বিশ্বকাপে। তবে এই ইতিহাস নিয়ে ভাবছেন না বাংলাদেশের কোচ হাতুরেসিংহে। দারুণ ছন্দে থাকা বাংলাদেশ এবার নতুন ইতিহাস গড়বে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

পুরনো ইতিহাসের কথা উড়িয়ে দিয়ে বলেন, ‘যদি ইতিহাসে বিশ্বাস করতাম তাহলে আমি এখানে থাকতাম না। আমি ইতিহাসে বিশ্বাস করি না। এটা পরিবর্তনশীল। আমরা বর্তমানের একটি অংশ এবং আমরা তাই করছি।’

আগের সব সিরিজে সহজে জয় পেয়েছে বলে এবার তাদের জয় সহজ হবে না বলে মনে করেন এই টাইগার কোচ। বিশেষ করে ওয়ানডেতে বাংলাদেশের ভালো করার সুযোগ রয়েছে বলে মানেন তিনি। যদিও দক্ষিণ আফ্রিকা সব ধরনের ক্রিকেটেই অত্যন্ত শক্তিশালী। তবে বর্তমান বাংলাদেশের ক্রিকেটারদের ধারাবাহিক পারফরম্যান্সে আশার আলো দেখছেন এই কোচ। বলেন, ‘আমরা যেভাবে খেলছি তাতে ওয়ানডেতে আমরা আত্মবিশ্বাসী। আমরা খুব ভালো করছি। আমি বিশ্বাস করি আমরা খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করবো। আমরা খুবই শক্তিশালী দল।’

বিপক্ষ দলের শক্তিমাত্রা চিন্তা না করে নিজেদের নিয়ে ভাবছেন হাতুরেসিংহে। দক্ষিণ আফ্রিকায় পেস বোলারদের গতি সম্পর্কে জানেন এই কোচ। তবে তা নিয়ে ভাছেন না। তার মতে, নিজেদের কাজটা ঠিক মতো করতে পারলে তাদের বিপক্ষে চড়াও হতে পারবে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

তবে প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের বোলিং বৈচিত্রে উৎফুল্ল হাতুরে। পেস বোলারদের সঙ্গে ভালো স্পিনার রয়েছে বাংলাদেশের। তবে চিরাচরিত স্পিনেই তাদের ঘায়েল করার কথা জানান টাইগার কোচ। ভারতের বিপক্ষে বাংলাদেশ চার পেসার নিয়ে খেলেছিল। তবে এবার তার উল্টোটাই হতে পারে বলে জানান তিনি। বলেন, ‘ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ভালো স্পিনারদের দল হিসেবে পরিচিত। এবারো তার আলাদা কিছু হবেনা।’

দক্ষিণ আফ্রিকা সব দিকেই অনেক শক্তিশালী দল ইদানিং তারা স্পিনেও ভালো খেলছে। বিশেষ করে আইপিএলের সুবাদে তাদের ব্যাটসম্যানরা উপমহাদেশে খেলার ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমান দলে খুব বেশি দুর্বলতা নেই। এসব মেনেই মাঠে নামবেন বলে জানান টাইগার কোচ হাতুড়াসিংহে।

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অনেক ভালো পেস বোলার আছে এবং তাদের ব্যাটিং খুবই শক্তিশালী। ইদানিং তারা স্পিন বলেও ভালো খেলে। আমরা তাদের তেমন কোনো দুর্বলতা খুঁজে পাইনি। তাই আমাদের ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে হবে এবং মাঝে ভালো সিদ্ধান্ত নিতে হবে।’

রোববার মিরপুর স্টেডিয়ামে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

আরটি/বিএ/আরআই