ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অবশেষে ভারতে শাটলাররা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২২ নভেম্বর ২০১৭

সময়মতো ভারতের ভিসা না পাওয়ায় দেশটিতে অনুষ্ঠিত দুটি টুর্নামেন্টে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশের শাটলারদের। তবে বিলম্বে হলেও জটিলতা কাটিয়ে জাতীয় ব্যাডমিন্টন দল ভারত পৌঁছেছে। আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিরিজ এবং ২৯ নভেম্বর হতে ৩ ডিসেম্বর মুম্বাইতে হবে টাটা ওপেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ।

এ দুটি টুর্নামেন্টে অংশ নেবেন শাপলা, এলিনা ও মিনহাজরা। ৬ শাটলারের সঙ্গে দুই কর্মকর্তা-এই ৮ সদস্যের দল বুধবার সকালে সড়ক পথে কলকাতা পৌঁছেছে। সেখান থেকে আকাশপথে যাবে হায়দরাবাদ।

বাংলাদেশ ব্যাডমিন্টন দল

শাটলার-মোহাম্মদ সালমান খান, তুষার কৃষ্ণ রায়, মোহাম্মদ মিনহাজ, আরিফুল ইসলাম তুহিন, এলিনা সুলতানা, শাপলা আক্তার, ম্যানেজার-হাফিজুর রহমান খান মিলন এবং কোচ- এসএম জাহিদুল হক কচি।

আরআই/এমআর/আরআইপি

আরও পড়ুন