ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঘুষের অভিযোগ অস্বীকার করে মামলার হুমকি রায়নার

প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০২ জুলাই ২০১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর প্রতিষ্ঠাতা এবং সাবেক চেয়ারম্যান ললিত মোদির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত ক্রিকেটার সুরেশ রায়না। বৃহস্পতিবার গণমাধ্যমের সামনে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে এ কথা জানান রায়না।

এর আগে শনিবার ললিত মোদি একটি টুইট করে জানান, তিনজন ক্রিকেটার আইপিএল-এ ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। এদের একজন সুরেশ রায়না, অন্য দু’জন রাবিন্দ্র জাদেজা এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।

মোদি বলেন, একজন প্রভাবশালী রিয়েল এস্টেট ব্যবসায়ীর কাছ থেকে এই তিনজন মোটা অঙ্কের টাকা এবং ফ্ল্যাট ঘুষ হিসেবে নিয়েছেন বলে তার কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে। এ বিষয়টি জানিয়ে ২০১৩ সালে তখনকার চেয়ারম্যানের কাছে মোদি চিঠিও দিয়েছিলেন বলে জানান।

মোদির এই দাবি আইপিএল নিয়ে সবার সামনে প্যানডোরার বাক্স খুলে দিয়েছে যেন। হই চই পড়ে গেছে ক্রিকেট অঙ্গনে।

উল্লেখ্য, আইপিএলের প্রতিটি খেলায় ৯ হাজার থেকে ১০ হাজার কোটি ভারতীয় রুপির বাজি ধরা হয়ে বলে আইপিএল আর্কিটেক্ট সম্প্রতি জানিয়েছে।

এসআরজে