ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বের অন্যতম সেরা দল বাংলাদেশ : ডু প্লেসিস

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০১ জুলাই ২০১৫

বিশ্বকাপে আকাশ ছোঁয়া সাফল্য। এরপর পাকিস্তানকে হোয়াইটওয়াশ এবং ভারতকে সিরিজ হারিয়েছে টাইগাররা। ধীরে ধীরে উন্নতি করছে বাংলাদেশ আর এই উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দল হতে তাদের খুব বেশি সময় লাগবে না। বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে এমনটাই বললেন দক্ষিণ আফ্রিকার টি২০ অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।  

মিরপুরে সংবাদ সম্মেলনে ফ্যাফ ডু প্লেসিস আরও বলেন, বিশ্বকাপ থেকেই তারা ভালো খেলে আসছে। আমার বিশ্বাস অচিরেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বে একটি বড় দল হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশকে এখন আর ছোট দল বলার সুযোগ নেই।

বিশ্বকাপ থেকে শুরু করে বাংলাদেশের সাম্প্রতিক সিরিজগুলো দেখে তারা নিজেরাও বিস্মিত। মাশরাফিদের নিয়ে রীতিমত গবেষণায় বসতে হয়েছে প্রোটিয়াদের। ফ্যাফ ডু প্লেসিস নিজেই বললেন, বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে। ভারতকে হারিয়েছে। ‍সুতরাং বিমানে ওঠার আগে বাংলাদেশকে নিয়ে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে আমাদেরকে।

বাংলাদেশে তাদের জন্য চ্যালেঞ্জটা কী? এমন প্রশ্নের জবাবে ফ্যাফ ডু প্লেসিস বলেন, এখানকার কন্ডিশনই হচ্ছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই কন্ডিশনের সঙ্গেই আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।

এমআর/এমআরআই