১৭ বছর পর ফেড কাপের শিরোপা যুক্তরাষ্ট্রের
১৭টি বছরের অপেক্ষার অবসান হলো অবশেষে। মিনস্কে বেলারুশকে নাটকীয়ভাবে হারিয়ে ২০০০ সালের পর প্রথমবারের মত ফেড কাপের শিরোপা জিতলো যুক্তরাষ্ট্র।
বেস্ট অব ফাইভের শিরোপা নির্ধারণী শেষ ম্যাচ ছিলো রোববার। শিরোপা নির্ধারণী এই ডাবলস লড়াইয়ে আরিনা সেবেলেঙ্কা আর আলেকজান্দ্রা সাসনোভিচকে ৬-৩, ৭-৬ (৭-৩) সেটে হারিয়েছেন কোকো ভেন্ডিওয়েজে আর শেলবি রজার্স।
এর আগে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্লোয়েনি স্টিফেনসকে ৪-৬, ৬-১, ৮-৬ ব্যবধানে হারিয়েছিলেন সাসনোভিচ। নিউইয়র্কে শিরোপা জেতার পর এ নিয়ে টানা ছয় ম্যাচ হারলেন স্টিভেনস। এতেই শিরোপা নির্ধারণী লড়াইটা শেষ ম্যাচ পর্যন্ত গিয়েছে।
বেলারুশ এবারই প্রথম ফেড কাপের ফাইনালে উঠেছিল। শিরোপা লড়াইয়ে বেলারুশ অাগেভাগেই পিছিয়ে পড়ে তাদের প্রধান খেলোয়াড় দুইবারের গ্র্যান্ড স্লাম জয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা না থাকায়। ছেলের জন্মের জন্য এই টুর্নামেন্টে বিশ্রামে ছিলেন তিনি।
এমএমআর/এমএস