ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩ ম্যাচ নিষিদ্ধ চিলির জারা

প্রকাশিত: ০৬:১৬ এএম, ২৯ জুন ২০১৫

কোপা আমেরিকায় উরুগুয়ের ফুটবলার এডিসন কাভানির সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণ করার অভিযোগে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন চিলির গঞ্জালো জারা। লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কোনমেবোলের শৃঙ্খলা কমিটি তাকে এই শাস্তি দিয়েছে।

জারার বিরুদ্ধে অভিযোগে ওঠে, গ্রুপপর্বের খেলায় কাভানির বাবাকে উদ্দেশ করে কিছু একটা বলে ছিলেন জারা। বিষয়টি মেনে নিতে কষ্ট হয়েছে কাভানির। তাই তার দিকে তেড়ে গেছেন তিনি। এজন্য লালকার্ড দেখেছেন পিএসজির এর ফরোয়ার্ড।

খেলা চলাকালীন কাভানিকে এভাবে প্ররোচিত করায় জারার বিরুদ্ধে কোনমেবোলের কাছে শাস্তির আবেদন জানিয়েছিল উরুগুয়ের ফুটবল ফেডারেশন।

সবকিছু বিচার-বিশ্লেষণ করে জারাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৭৫০০ মার্কিন ডলার আর্থিক জরিমানা করেছে কোনমেবোল। এই নিষেধাজ্ঞার জন্য কোপায় দলের হয়ে বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না জারা।
 
এর আগে প্রতিপক্ষের খেলোয়াড়কে মাথা দিয়ে গুঁতো দেওয়ায় কোনমেবোল ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারকে।

এসকেডি/এমএস