মেসি নাইজেরিয়ার বিপক্ষে খেলবেন না
দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একটি অভিযোগ, আর্জেন্টিনার জার্সিতে নাকি নিজের সেরাটা দেন না লিওনেল মেসি। এবার বিশ্বকাপ বাছাইপর্বে ফুটবল জাদুকর দেখিয়ে দিয়েছেন, দেশের প্রতি তার ভালোবাসা কতটা।
একক নৈপুণ্যে দলকে বাছাইপর্বের কঠিন চ্যালেঞ্জ উৎড়ে দিয়েছেন, একটু বিশ্রাম তো চাইতেই পারেন মেসি। নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ককে সেই বিশ্রামটাই দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ হোর্হে সাম্পাওলি।
বার্সেলোনায় মেসির এখন ব্যস্ত সময়। ক্রিসমাসের আগ পর্যন্ত বিরতিহীন সময় কাটাতে হবে মেসিকে। বিশ্বকাপকে সামনে রেখে এর মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটি ১১ নভেম্বর মস্কোতে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে, আরেকটি তার তিন দিন পর নাইজেরিয়ার বিপক্ষে।
রাশিয়া ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক, তাদের বিপক্ষে ম্যাচটিতে খেলবেন মেসি। তবে পরে নাইজেরিয়ার বিপক্ষে বিশ্রামে থাকবেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
এদিকে, বার্সেলোনার আরেক তারকা লুইস সুয়ারেজকেও জাতীয় দলের বাইরে রাখা হচ্ছে আপাতত। স্ট্রেইন ইনজুরি থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে উরুগুয়ে।
এমএমআর/আরআইপি