ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শেষ থেকেই শুরু করতে চান মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৯ অক্টোবর ২০১৭

প্রায় চার মাস ধরে ক্রিকেটের বাইরে জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। চোখে ভাইরাসজনিত ইঞ্জুরির কারণে দলে সুযোগ পেলেও শেষ পর্যন্ত খেলতে পারেনি অস্ট্রেলিয়া সিরিজে। বাদ পড়তে হয়েছিল সিরিজ শুরুর আগেই। তবে শেষ পর্যন্ত বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) মধ্য দিয়ে মাঠে ফিরছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। আজ এ নিয়ে কথাও বলেছেন সাংবাদিকদের সাথে। জানিয়েছেন কিভাবে ফিরতে চান আবার ক্রিকেটে।

ইঞ্জুরিতে পড়ার আগে যেভাবে খেলেছেন, সেভাবেই শুরু করতে চাচ্ছেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘আসলে আমি চ্যাম্পিয়ন ট্রফি থেকেই মাঠের বাইরে আছি। তো আমার আসল লক্ষ্যটা হচ্ছে, নিজেকে আবার ছন্দে ফিরে পাওয়া । আমার ইচ্ছা, গত বিপিএল যেভাবে শেষ করেছি, সেখান থেকেই আবার শুরু করতে চাই।’

মোসাদ্দেক মনে করেন সব খেলোয়াড়েরই কষ্টের সময় আসে। তারও এসেছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমি মনে করি প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য খুব কষ্টের একটা সময় যায় । আমি টিভিতে বসে খেলা দেখছি । তো এটা খুবই কষ্টের ছিল । আশায় ছিলাম কবে আবার মাঠে ফিরতে পারব । এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ যে, আমি খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারছি । এরপর আবার হোম সিরিজ আছে আমাদের । তো সময়টা খুব বেশি নয় ।’

বিপিএলে ভাল করে, দলের ফেরার ব্যাপারেও আশবাদী সৈকত। এ নিয়ে তিনি বলেন, ‘বিপিএলটা যদি ভাল যায় তাহলে, আবার টিমে ব্যাক করতে পারব । আসলে আমি নিজেও চাচ্ছিলাম না যে পুরো ঠিক না হয়ে মাঠে নামবো । তারা যখন বলেছে যে এখন আমি মাঠে নামতে পারব, তখনই আমি আবার খেলা শুরু করেছি তার আগে না।’

দলকে চ্যাম্পিয়ান করাই এখন মূল লক্ষ্য মোসাদ্দেকের তাই ব্যক্তিগত কোন লক্ষ্য তৈরি করেননি তিনি। তার মতে, ‘আসলে আমারা গত বছরের চ্যাম্পিয়ন টিম । তো সে হিসেবে আমাদের লক্ষ্য থাকবে দলীয়ভাবে পারফর্ম করা । যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই শুরু করতে হবে । কাগজে-কলমে আমাদের টিম কিন্তু অনেক শক্তিশালী । তো আমাদের লক্ষ্য থাকবে আগে টিম, তারপর নিজস্ব পারফরমেন্স । তাই আমি এখন এটা নিয়ে চিন্তা করছি না । আগে খেলা শুরু হক তারপর দেখা যাবে। ’

নিজেদের দলের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে এই অল রাউন্ডার বলেন, ‘আসলে গতবারেও জানতাম যে আমাদের দলটা ভাল । তো সেদিক থেকে তেমন কোন চাপ ছিল না । আমারা যদি দেশি খেলোয়াড়রা, বিদেশি খেলোয়াড়দের সাহায্য করতে পারি তাহলে এবারও ভাল ফলাফল করতে পারব । আসলে আমরা যেহেতু চ্যাম্পিয়ন দল এবং এবারো আমরা ভাল টিম করেছি তাই আমাদের সেভাবে খেলতে হবে ।’

চ্যাম্পিয়ন মুখে বললেই হবে না, ম্যাচ খেলে বুঝতে হবে বলেই মনে করেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন মুখে বললেই তো আর চ্যাম্পিয়ন হয় না । তা মাঠে দেখাতে হবে । খেলা শুরু হোক । আমরাও ওইভাবে প্রস্তুতি নিচ্ছি । আমরা যখন একটা দুইটা ম্যাচ খেলবো তখন বোঝা যাবে আমরা কই আছি ।’

এমএএন/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন