শুভ সূচনা কলকাতার
চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ক্রিকেটে শুভ সূচনা করল কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে আসরের উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়েছে গৌতম গম্ভীরের দল।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করে চেন্নাই। কলকাতার বোলারদের বিপরীতে বড় সংগ্রহ গড়তে পারেনি ধোনিবাহিনী। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ হার না মানা ৩৫ রান করেন অধিনায়ক ধোনি। ২০ বলের এই ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ২টি ছক্কা। কলকাতার বোলারদের মধ্যে পীযূষ চাওলা ২৬ রানে ২ উইকেট নিয়েছেন।
জয়ের লক্ষ্যটা খুব বড় না হলেও দলীয় ১০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপের মুখে পড়ে কলকাতা। দলীয় ৫১ রানের মধ্যে আরও ২টি উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে কেকেআর। তবে রায়ান টেন ডেসকাট এবং আন্দ্রে রাসেলের মারমুখী ব্যাটিংয়ের ওপর ভর করে এক ওভার হাতে রেখেই ৩ উইকেটে জয় তুলে নিয়েছে আইপিএলের শিরোপাধারী দলটি। টেন ডেসকাট ৪১ বলে ৩টি চার ও ২ ছক্কায় করেছেন হার না মানা ৫১ রান। অন্যদিকে, রাসেলের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৪টি বাউন্ডারি ও ৫ ছক্কায় ৫৮ রান। চেন্নাইয়ের আশিষ নেহেরা ২১ রানে নেন ৪ উইকেট।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন কলকাতার আন্দ্রে রাসেল।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না-পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।