ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইতিহাস গড়লেন মুস্তাফিজ

প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৪ জুন ২০১৫

তিন ম্যাচের সিরিজে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।  সর্বোচ্চ ১৩ উইকেট নিয়ে রায়ান হ্যারিসের পাশে জায়গা করে নিলেন টাইগার এই বোলার।

ভারতের সাথে ওয়ানডে ম্যাচে পরপর দুই ম্যাচে ১১ উইকেট নিয়েছেন বাঁ-হাতি এই পেসার। প্রথমটিতে ৫টি ও পরেরটিতে ৬ উইকেট। আজ তৃতীয় ওয়ানডেতে রোহিততে আউট করে ১২টি উইকেট লাভ করেন। খেলার শেষ পর্যায়ে ৪৮ ওভারে রায়ানাকে বোল্ড করে ১৩টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির খাতায় নাম লেখান। আর একটি উইকেট পেলেই অসি পেসারকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তেন মুস্তাফিজ।

এতদিন এককভাবে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের। ২০১০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রায়ান হ্যারিস ৩ ম্যাচ সিরিজে নিয়েছিলেন ১৩ উইকেট। মুস্তাফিজও তিন ম্যাচ সিরিজে নিলেন ১৩ উইকেট।

এমআর/আরআইপি