ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বর্ষসেরা কোচ হলেন জিদান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০১৫-১৬ মৌসুমের মাঝপথে। এরপর লা লিগা জেতানো সম্ভব হয়নি; কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ঠিকই জিতিয়েছিলেন লজ ব্লাঙ্কোজদের। পরের মৌসুমে এক কোপা ডেল রে ছাড়া আর কোনো শিরোপাই হাতছাড়া হয়নি জিদানের।

লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ সুপার কাপ থেকে শুরু করে কোনটা নয়? এমন একজন কোচকে এড়িয়ে তো আর কেউ সেরা হতে পারে না। হলেনও না। ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানই।

বর্ষসেরা কোচ হওয়ার পথে জিদান হারিয়েছেন চেলসি কোচ আন্তোনিও কন্তে এবং জুভেন্তাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে। গত বছরও তিনি সেরা তিনে ছিলেন। হয়েছিলেন দ্বিতীয়। প্রথম হয়েছিলেন লেস্টার সিটি কোচ ক্লদিও রানিয়েরি। এবার সেই রানিয়েরির হাত থেকেই পুরস্কার নিলেন জিদান।

ফুটবলার হিসেবেও ফিফা বর্ষসেরার পুরস্কার জেতেন জিনেদিন জিদান। একবার, দু’বার নয় তিনবার। ১৯৯৮, ২০০০ এবং ২০০৩ সালে। এবার কোচ হিসেবেও হলেন বর্ষসেরা।

আইএইচএস/বিএ