বাংলাদেশের সেরা খেলোয়াড় ফরহাদ সিটুল
দশম এশিয়া কাপ হকিতে বাংলাদেশের সেরা খেলোয়াড় হয়েছেন ফরহাদ আহমেদ সিটুল। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাকে সেরা খেলোয়াড়ের পুরষ্কার দিয়েছে।
রোববার টুর্নামেন্টের ফাইনালের দিন ফরহাদ আহমেদ সিটুলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মামুন। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) প্রধান নির্বাহী কর্মকর্তা তৈয়ব ইকরাম।
টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ষষ্ঠ হয়েছে। ক্রীড়া সাংবাদিক রফিকুল ইসলাম (জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম), সনৎ বাবলা (দৈনিক কালের কন্ঠ), মাসুদ আলম (দৈনিক প্রথম আলো), মাহবুব সরকার (দৈনিক বণিক বার্তা), হকি কোচ কাওসার আলী ও জামাল হায়দারের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড সেরা খেলোয়াড় নির্বাচন করে।
দীর্ঘ ৩২ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। আর এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে বিএসপিএ শুরু থেকেই উদ্যোগী ছিল। তারই অংশ হিসেবে টুর্নামেন্ট শুরুর আগে হকি স্টারস: ১৯৮৫ ও ২০১৭ শীর্ষক একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজনও করেছিল দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সবচেয়ে বড় এ সংস্থাটি।
আরআই/এমএমআর/জেআইএম