ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাওয়াশ ঠেকাতে ভারতের একমাত্র ভরসা সুধীর

প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৪ জুন ২০১৫

নিয়মরক্ষার ম্যাচ জিতে সিরিজ হারের লজ্জা ঠেকাতে মরিয়া ধোনি বাহিনী। রোববার ভারত সিরিজ হারের পর বাংলাদেশের সমর্থকদের আক্রমণের মুখে পড়া ভারতীয় সমর্থক সুধীরের পাশে দাঁড়িয়েছে ভারতীয় শিবির। আক্রমণের খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর সুধীর গৌতমের সঙ্গে দেখা করেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

রোববার সিরিজ হারের পর বাংলাদেশজুড়ে যখন উৎসব চলছিলো ঠিক তখনই ভারতীয় গণমাধ্যম সুধীর গৌতমের আক্রান্ত হওয়ার অভিযোগ ফলাও করে প্রচার করে।

গণমাধ্যম অভিযোগ করে, কয়েকজন বাংলাদেশের সমর্থকের আক্রমণের লক্ষ্য ছিল সুধীর গৌতম। অবশেষে মিরপুরের পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার পর এদিন পুলিশি নিরাপত্তাতেই সুধীর পৌঁছেছিলেন হোটেলে। জানা গেছে, সুধীরের ঘটনা শোনার পর ভারতীয় দলের ক্রিকেটাররা দেখা করে খোঁজ খবর নিয়েছেন তার। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে তুহিনও সুধীরকে ডেকে আশ্বস্ত করেন।

এদিকে, সিরিজ হারের পর বুধবারের নিয়মরক্ষার ম্যাচের আগ্রহকে ছাপিয়ে সুধীরের আাক্রমণের খবরই বেশি প্রাধান্য পায় দু’দেশের মিডিয়াতে। এখন বাংলাদেশ শিবিরে একমাত্র লক্ষ্য ৩-০ তে সিরিজ জিতে বাংলাওয়াশ নিশ্চিত করা।

অন্যদিকে, শেষ ম্যাচটা জিতে ঘায়ে খানিকটা মলম লাগানোর চেষ্টা করবে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে `বাংলাওয়াশ` প্রসঙ্গে ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন বলেন, `বিষয় হচ্ছে আমরা সেরা একাদশই মাঠে নামিয়েছিলাম। কিন্তু সফল হইনি। তার জন্য কেউ একজন দায়ী নয়। তবে বুধবারও আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নামব। আশা করি, `বাংলাওয়াশ` রুখতে পারব।`

রোববার ছিল সিরিজে সমতা ফেরানোর লড়াই। কিন্তু সমতা ফেরাতে গিয়ে কঠিন লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতকে ।  এবার ৩-০ তে সিরিজ হারের লজ্জা ঠেকাতে নানা কৌশল অবলম্বন করছে শাস্ত্রী শিবির। সূত্র: এবিপি আনন্দ

এসকেডি/পিআর/এসআরজে